Thank you for trying Sticky AMP!!

রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো

‘রোনালদো প্রতিবেদক’ হতে চান?

সৌদি আরবের আল নাসরে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সাংবাদিক খুঁজছে ‘অ্যারাবিয়ান বিজনেস’। সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘রোনালদো প্রতিবেদক’ নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে পত্রিকাটি।

অ্যারাবিয়ান বিজনেস মূলত আরবের আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবসাসংক্রান্ত সাময়িকী। ইংরেজি ও আরবি ভাষায় দুবাই থেকে প্রকাশিত হয়। সাধারণত ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, জ্বালানি, পর্যটন, রিয়েল এস্টেট, স্বাস্থ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ব্যবসা ও শিল্প নিয়ে খবর আর বিশ্লেষণ প্রকাশ করে অ্যারাবিয়ান বিজনেস।

৩ জানুয়ারি সাময়িকীটি অনলাইন সংস্করণে খবরের আঙ্গিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই শিরোনামে—অ্যারাবিয়ান বিজনেস রোনালদো প্রতিবেদক নিয়োগ দেবে: আপনিই কি সে?

বিজ্ঞপ্তিতে লেখা হয়, ‘ফুটবল মহাতারকা রোনালদো ২১ কোটি ৪০ লাখ ডলারের বিশ্ব রেকর্ড গড়ে সৌদি আরবের আল নাসরে যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে তাঁর জন্য বিশেষায়িত একজন প্রতিবেদক নিয়োগ দিতে চায় অ্যারাবিয়ান বিজনেস। রিয়াদভিত্তিক পূর্ণকালীন পদটির জন্য ওই অঞ্চলের প্রতিবেদকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।’

মঙ্গলবার আল নাসর দর্শকদের সামনে উপস্থাপন করা হয় রোনালদোকে

শিল্প-বাণিজ্যবিষয়ক সাময়িকী হয়েও কেন একজন ফুটবলারের জন্য আলাদাভাবে প্রতিবেদক লাগছে, ব্যাখ্যাও আছে বিজ্ঞপ্তিতে।

সেখানে লেখা, ‘অ্যারাবিয়ান বিজনেসের ব্যবস্থাপনা সম্পাদক ম্যাথিউ আমলট বলেছেন, ‘রোনালদো এই গ্রহের সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় গল্প। তিনি নিজেই একটি শিল্প। এবং এমন মাপের, যাঁর জন্য একজন পূর্ণকালীন প্রতিবেদক দরকার। তাঁর সৌদি আরবে আগমন আরব অঞ্চলের ফুটবলকে বৈশ্বিক মঞ্চে উপস্থিত রাখবে। নিয়োগ পাওয়া প্রতিবেদক রোনালদোর গল্প উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

Also Read: সৌদি আরবের যে আইন ভেঙেছেন রোনালদো

রোনালদো প্রতিবেদকের কাজের আওতায় কী থাকবে, সেসবের ধারণাও দেওয়া হয়েছে, ‘রোনালদো তাঁর ক্যারিয়ারের নতুন অধ্যায়ে পরিবার নিয়ে নতুন একটি বিস্ময়কর জীবন শুরু করতে যাচ্ছেন। এখানকার সংস্কৃতির সঙ্গে তিনি কীভাবে মানিয়ে নিচ্ছেন, দেশটিতে ঘোরার সময় কী অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, আর মাঠের খেলায় কেমন করছেন—এসবই আমরা পাঠকদের জানাতে চাই। ইংরেজি আরবি দুই ভাষায় দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিনই রোনালদোর খবর প্রকাশ পাবে।’

Also Read: সৌদি আরবে কেমন জীবন কাটাবেন রোনালদো

Also Read: ‘যদি’, ‘কিন্তু’ পেরিয়ে রোনালদো যদি খেলতে আসেন বাংলাদেশে...

প্রতিবেদকের মূল দায়িত্ব হিসেবে আল নাসরের সব ম্যাচ কাভার করা, মিডিয়া এবং বাণিজ্যিক ইভেন্টের খবর দেওয়া এবং সৌদি আরবে রোনালদোর প্রাত্যহিক জীবনের হালনাগাদ ও প্রাসঙ্গিক তথ্য নিয়ে সংবাদ প্রদান করা। আবেদনকারীর যেসব যোগ্যতা থাকতে হবে, তার মধ্যে অন্যতম ইংরেজি ও আরবি ভাষায় বিশেষ দক্ষতা।

Also Read: এক রোনালদোর আয়ের সমান ৬ হলান্ড, ৭ হ্যাজার্ড, ৮ গ্রিজমান