শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি
শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি

রিয়াল–বার্সার ফাইনালে কেন ব্রাজিলও তাকিয়ে

গত মাসে দরিভাল জুনিয়র ছাঁটাই হওয়ার পর থেকে কোচহীন ব্রাজিল জাতীয় দল। সম্ভাব্য কোচ কে হবেন, তা নিয়ে অবশ্য বিশেষ কোনো নাটকীয়তা নেই। জোর গুঞ্জন, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ।

আনচেলত্তির সঙ্গে নতুন করে ব্রাজিল দলের আলোচনা শুরু করার কথাও জানিয়েছে ইএসপিএন। রিয়ালের সঙ্গে আনচেলত্তির ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ব্রাজিলের আশা, চলতি মৌসুম শেষেই তিনি রিয়াল ছাড়বেন এবং সেলেসাওদের দায়িত্ব নেবেন।

আনচেলত্তিকে পেতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কর্তাদের চোখ থাকবে আগামীকাল শনিবার কোপা দেল রের ফাইনালের দিকেও। সেই ম্যাচে বার্সেলোনার কাছে হারলে রিয়াল থেকে আনচেলত্তির বিদায় যে একরকম নিশ্চিত, সেটা ভালোই জানা আছে তাঁদের।

আনচেলত্তি অবশ্য জনসম্মুখে রিয়ালে থেকে যাওয়ার ইচ্ছার কথাই জানিয়েছেন। সম্প্রতি রিয়াল ছাড়া নিয়ে জানতে চাইলে অভিজ্ঞ এই কোচ বলেন, ‘বলার মতো কিছু নেই। মৌসুম শেষে আমরা বিষয়টা নিয়ে কথা বলব।’

বার্সার কাছে শিরোপা হাতছাড়া হলে ছাঁটাই হতে পারেন আনচেলত্তি

বাস্তবতা অবশ্য বেশ ভিন্ন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে (দুই লেগ মিলিয়ে ৫–১ গোলের হার) রিয়াল ছিটকে পড়ার পর বেশ চাপে আছেন আনচেলত্তি। তাঁর দল পিছিয়ে আছে লা লিগার শিরোপা দৌড়েও। ৫ ম্যাচ বাকি থাকতে বার্সার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল। এমন পরিস্থিতিতে কোপা দেল রে ফাইনালে হার যে আনচেলত্তির বিদায়ের রাস্তাকে আরও পরিষ্কার করে দেবে, তা বলাই যায়।

জনসম্মুখে না বললেও সম্ভাব্য এই বিদায় নিয়ে আগাম প্রস্তুতি নেওয়া আছে আনচেলত্তিরও। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সিবিএফ কর্তৃপক্ষের সঙ্গে আনচেলত্তির প্রতিনিধিদের বৈঠক হয়েছে।

এর আগে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ চলাকালে সিবিএফের এক কর্মকর্তার সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত থাকার খবরও সামনে এসেছিল। এই খবর অবশ্য অস্বীকার করেছিল সিবিএফ। তবে অস্বীকার করলেও আনচেলত্তিকে নিয়ে তাদের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়।

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই আনচেলত্তিকে কোচ হিসেবে আনার চেষ্টা করে যাচ্ছে ব্রাজিল। গত বছরের কোপা আমেরিকার আগে তাঁর কোচ হওয়ার বিষয়টি একরকম নিশ্চিতই ছিল।

কিন্তু দ্রুতই বদলে যায় দৃশ্যপট। আনচেলত্তি দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেন রিয়ালের সঙ্গে। আর ব্রাজিলের কোচ হন দরিভাল জুনিয়র। কিন্তু দরিভালের ব্যর্থতা নিয়ে বিদায় নতুন করে আবার দৃশ্যপটে নিয়ে এসেছে আনচেলত্তি। শেষ পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলের কোচ হবেন কি না, তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।