চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে হতাশাজনক বিদায়ের পর রিয়ালের চোখ এখন জোড়া শিরোপার দিকে। লা লিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি রিয়ালের চ্যালেঞ্জ কোপা দেল রে জেতারও।
এ দুটি শিরোপা জিততে পারলে এখন পর্যন্ত হতাশায় কাটানো মৌসুমটা আনন্দের সঙ্গে শেষ করতে পারে ‘লস ব্লাঙ্কোস’রা। কাজটা অবশ্য সহজ নয়। এ দুটি শিরোপা জয়ে রিয়ালের সামনে সবচেয়ে বড় বাধার নাম চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
শুরুতেই বলা যাক কোপা দেল রে’র প্রসঙ্গে। আগামী শনিবার রাতে কোপা দেল রের ফাইনাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সা। এর আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে শিরোপা হাতছাড়া করেছিল রিয়াল।
একইভাবে লা লিগায় প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল বিধ্বস্ত হয়েছিল ৪-০ গোলে। এখন শিরোপা জয়ের পাশাপাশি এই দুই হারের শোধ নেওয়ার সুযোগও আছে রিয়ালের সামনে।
লা লিগার পয়েন্ট তালিকায় বার্সার চেয়ে পিছিয়ে আছে রিয়াল। ৩২ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৭৩। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬৯। ৪ পয়েন্টে পিছিয়ে থাকলেও লিগ শিরোপা ধরে রাখার সুযোগ আছে রিয়ালের। বাকি ৬ ম্যাচে ৪ পয়েন্টের ব্যবধান দূর করতে পারলেই হয়।
এমন পরিস্থিতিতে রিয়ালের জন্য বাঁচা-মরার ম্যাচ হয়ে উঠতে পারে ১১ মের ফিরতি লেগের এল ক্লাসিকো। সেই ম্যাচ বার্সাকে হারাতে পারলে ৩ পয়েন্টের ব্যবধান ঘোচানোর পাশাপাশি মানসিকভাবেও হান্সি ফ্লিকের দলকে ধাক্কা দিতে পারবে রিয়াল। যা মাদ্রিদিস্তাদের বাকি কাজকে সহজ করে দিতে পারে। যদিও প্রথম লেগে বড় ব্যবধানে জয়ের কারণে বার্সাই এখন সব দিক থেকে এগিয়ে।
চূড়ান্ত ফল অবশ্য ফল যাই হোক, রিয়ালের চোখ এখন বার্সাকে হারানোয়। জোড়া শিরোপা জিততে হলে অন্তত এই কাজটি তাদের করতেই হবে। আগামীকাল হেতাফে ম্যাচ সামনে রেখে আনচেলত্তিও বলেছেন একই কথা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘ক্লাব বিশ্বকাপকে পাশে সরিয়ে রেখে বলছি, আমাদের অন্য যে দুটি শিরোপা জেতা সম্ভাবনা আছে দুটিই বার্সেলোনাকে হারিয়েই জিততে হবে। শুধু এই বিষয়টা নিয়েই এখন আমাদের কোনো সংশয় নেই। পরের ম্যাচটা ভালো করে শেষ করে কোপা দেল রের ফাইনালে মনোযোগ দিতে হবে। আমরা আত্মবিশ্বাসী যে সেটা করে দেখাতে পারব। আমরা এটা জিততেপারব। এ জন্য আমাদের কিছু জিনিস বদলাতে হবে এবং আমরা বদলাব।’
এই ম্যাচের আগে সুখবরও দিয়েছেন আনচেলত্তি। চোট কাটিয়ে শনিবারের ফাইনালে এমবাপ্পে ফিরবেন বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ, ‘চোট এমবাপ্পেকে যন্ত্রণা দিয়েছে। কারণ, সে দলকে সাহায্য করতে পারেনি। এখন শনিবারের আগে প্রস্তুত হতে সে সবকিছু করছে।’