বাংলাদেশ দলের হয়ে প্রথম গোলের পর হামজা চৌধুরীর উল্লাস।
বাংলাদেশ দলের হয়ে প্রথম গোলের পর হামজা চৌধুরীর উল্লাস।

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ, মাঠের বাইরে চরম অব্যবস্থাপনা

জামাল ভূঁইয়া কর্নার নিতে এগিয়ে গেলেন—ডান পায়ের ভেতরটা দিয়ে বাঁকানো এক বল উঠল ভুটানের গোলমুখে। লাল জার্সির কয়েকজন ফুটবলার তখন বলের দিকে ঝাঁপিয়ে পড়েছেন। এ যেন গোলের মরিয়া চেষ্টা!

এমন সময় ভিড়ের মধ্যে লাফিয়ে উঠে হেড করলেন হামজা চৌধুরী! ইংল্যান্ডে জন্ম নেওয়া, লেস্টার সিটির হয়ে লিগে ৯১ ম্যাচে একমাত্র গোলের সেই স্মৃতি পেছনে ফেলে আজ যেন এক নতুন পরিচয়ে হাজির তিনি। বাংলাদেশের জার্সিতে মাত্র দ্বিতীয় ম্যাচ, আর তাতেই ইতিহাস লিখলেন হামজা! নিখুঁত এক হেড—বল ছুঁল জালের ভেতর। মুহূর্তেই গর্জে উঠল ঢাকা স্টেডিয়াম!

ম্যাচের বয়স তখন মাত্র ৬ মিনিট। গোল হজম করে হতবাক ভুটান আর গ্যালারিতে তখন উত্তেজনার বিস্ফোরণ। যেন একটি গোলেই ফিরে এল বাংলাদেশের ফুটবলের বহুপ্রতীক্ষিত আত্মবিশ্বাস। সেই পুরোনো দিনের ধ্বনি, ‘বাংলাদেশ, বাংলাদেশ’।

হামজার এই হেডেই এগিয়ে গেছে বাংলাদেশ

মাঝে ভুটান কয়েকবার চেষ্টা করেছে বাংলাদেশের রক্ষণে হানা দিতে। কিন্তু তেমন আঁচড় কাটতে পারেনি। বরং অভিষিক্ত ফাহামিদুল ৩২ মিনিটে প্রায় গোল করেই ফেলেছিলেন। তাঁর শট ফেরান ভুটানের গোলকিপার। বাঁ দিকে উইং ধরে তাঁর দৌড়, ক্রস বিপদের গন্ধ ছড়িয়েছে ভুটানের রক্ষণে।

জামালও ছিলেন আক্রমণে সক্রিয়। তবে বাইরে মেরে সুযোগ হারিয়েছেন। ৩৮ মিনিটে আবার সেই জামাল। বক্সের ভেতর থেকে জামালের শট গোলকিপার আটকেছেন।

ভারত ম্যাচে অনেক সময় বাংলাদেশ লো ব্লক করেছে, কিন্তু ভুটান তো আর ভারত নয়। ফলে বাংলাদেশের রক্ষণ অনেক সময়ই ওপরে উঠে খেলেছে। হামজা বেশির ভাগ সময়ই ছিলেন ভুটানের সীমানায়। রক্ষণকাজে তাঁর খুব একটা দরকারও হয়নি।

গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে যান সমর্থকেরা

মাঠে যখন বাংলাদেশ খেলছে, মাঠের বাইরে তখন চরম বিশৃঙ্খলা। হ্যান্ডবল স্টেডিয়ামের পাশ দিয়ে স্টেডিয়াম এলাকার ভেতরে ঢোকার যে ফটক, সেটি ভেঙে ফেলেন দর্শকেরা। টিকিট নিয়েও অনেকে ঢুকতে পারছিলেন না।

যে কারণে ধৈর্য হারিয়ে ফটক ভেঙে অনেক দর্শক ভেতরে ঢোকেন। সব মিলিয়ে মাঠের খেলায় বাংলাদেশ এগিয়ে থাকলেও ম্যাচ ব্যবস্থাপনায় অস্বস্তি থাকছেই।