অপেক্ষার পালা শেষ। শমিত সোমের ভক্তদের কাছে আজকের সকালটা বিশেষ কিছু। কানাডাপ্রবাসী শমিত আজ ভোরে ঢাকা এসেছেন।
সন্ধ্যায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভুটান ফিফা প্রীতি ম্যাচ শমিত দেখবেন। ১০ জুন একই মাঠে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে অবশ্য দর্শক থাকবেন না তিনি। বাংলাদেশের জার্সিতে সেদিন তাঁর অভিষেক হওয়ার কথা রয়েছে।
শমিতকে নিয়ে বাংলাদেশ দলে এখন প্রবাসী ফুটবলার ছয়জন। জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু। সর্বশেষ এলেন শমিত। মাঝে তারিক কাজী, কাজেম শাহ, তারপর হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলাম।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শমিতকে বরণে গিয়েছিলেন বাফুফের তিনজন সদস্য—মঞ্জুরুল করিম, ইকবাল হোসেন ও শাখাওয়াত হোসেন। তাঁদেরই একজন প্রথম আলোকে বলেছেন, ‘শমিত ঢাকায় নেমেছে সকাল পৌনে ছয়টায়। বাফুফে ছোট্ট একটি ফুলের তোড়ায় বরণ করেছে তাকে। যেভাবে বরণ করা উচিত ছিল, সেভাবে করা হয়নি। বিমানবন্দরে ঊর্ধ্বতন কেউ যেতে পারতেন। কিন্তু তাঁদের কেউ যাননি। বরণের প্রক্রিয়াটা দেখতে ভালো লাগেনি।’
শমিত বিমানবন্দরে নেমে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছেন, ১১ মাসই তাঁকে ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয়। ফলে চাইলেও বাংলাদেশে আসতে পারেন না। তবে বাংলাদেশ তাঁর মনপ্রাণজুড়ে আছে এবং বাংলাদেশের জাতীয় সংগীত খুব ভালোবাসেন তিনি। ১০ জুন ম্যাচ খেলে পরদিনই তিনি কানাডা ফিরে যাবেন।