বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টার রাকিব হোসেন
বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টার রাকিব হোসেন

গোলশূন্য ড্র, জয় অধরা বাংলাদেশের

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। ফলে নেপালের বিপক্ষে টানা ছয় ম্যাচ জয়হীন রইল বাংলাদেশ। এর আগে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ের পর এই ম্যাচ দিয়ে মাঠে ফেরে কাবরেরার দল। আক্রমণ-পাল্টা আক্রমণ সত্ত্বেও গোলের সুযোগ কমই তৈরি হয়। নবম মিনিটে জামাল ভূঁইয়ার ক্রসে তপু বর্মণের হেড বাঁচিয়ে দেন নেপাল গোলকিপার।