ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

ছবির গল্পে এআইইউবি, ফারইস্ট ও জাহাঙ্গীরনগরের জয়

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে ঢাকা অঞ্চলের অষ্টম দিনে জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তিন দলই কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। এমন এক দিনের ছবি তুলেছেন তানভীর আহাম্মেদ।
নুর উদ্দিনের গোলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হারায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে
দলকে জেতানো গোলের জন্য ম্যাচসেরাও হয়েছেন নুর উদ্দিন
জাহাঙ্গীরনগরের কোয়ার্টার ফাইনালে ওঠার উল্লাস
গোলের পর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের উদ্‌যাপন
জয়ের পর ফটোসেশনে এআইইউবি দল এবং তাদের অফিশিয়াল ও সমর্থকেরা
ষষ্ঠ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
গোল করা সতীর্থের বুট মুছে দেওয়ার মতো করে উদ্‌যাপন এআইইউবির খেলোয়াড়ের
ম্যাচসেরার পুরস্কার হাতে এআইইউবির ফুটবলার লাবিবুর
৩: ১ গোলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে হারিয়েছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ফারইস্ট গতবারও কোয়ার্টার ফাইনালে খেলেছে