আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ইবাদত হোসেন
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ইবাদত হোসেন

দুই বছর পর টেস্ট দলে ফিরলেন ইবাদত

২০২৩ সালে বাংলাদেশ-আফগানিস্তানের মিরপুর টেস্ট শেষ হয়েছিল ১৭ জুন। সেটিই ছিল বাংলাদেশের হয়ে ইবাদত হোসেনের সর্বশেষ টেস্ট। সব ঠিক থাকলে দুই বছর পর আরেকটি ১৭ জুন দেশের জার্সিতে আবার খেলতে চলেছেন এই পেসার। শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৬ সদস্যের দলে রাখা হয়েছে ইবাদতকে।

দুই সপ্তাহ বাদে শুরু হতে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজই ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট খেলেছে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে। চট্টগ্রামে অনুষ্ঠিত সেই ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান, পেসার তানজিম হাসান ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। তাঁদের জায়গায় এসেছেন ইবাদত, নাহিদ রানা ও লিটন দাস।

লিটন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। রানা প্রথম টেস্ট খেলে পাকিস্তানে চলে গিয়েছিলেন পিএসএল খেলতে। আর ইবাদত ফিরেছেন দীর্ঘ চোট ও পুনর্বাসন শেষে।

সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন ইবাদত হোসেন।

৩১ বছর বয়সী এই পেসার ২০২৩ সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় চোটে পড়েন। এ কারণে বিশ্বকাপসহ এক বছরের বেশি সময় সব ধরনের খেলাই মিস করেন। গত বছর নভেম্বরে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরেন ১৬ মাস পর। এরপর বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন।

দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ১৩ জুন শ্রীলঙ্কায় রওনা দেবে বাংলাদেশ দল। ১৭ জুন শুরু গল টেস্টের পর কলম্বোয় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন। টেস্ট সিরিজের পর তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টিও খেলবে দুই দল।

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।