Thank you for trying Sticky AMP!!

তিনি চান মেসি বিশ্বকাপ জিতুন

মেসি বিশ্বকাপ জিতলে খুশি হবেন রোনালদো

লিওনেল মেসি কি এবার বিশ্বকাপ জিতবেন?

আর্জেন্টিনার সমর্থকমাত্রই এটাই চাইবেন। ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পর ট্রফির পাশ দিয়ে বিমর্ষমুখে মেসির হেঁটে যাওয়াটা এখনো ভুলতে পারেন না অনেকেই। মেসিপ্রেমীদের চিরকালীন দুঃখ হয়ে আছে সেই দৃশ্য। মেসি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরছেন, চারদিকে উড়ছে কনফেত্তি—স্বপ্নের মতোই এক দৃশ্য হতে পারত।

আট বছর পর আরও একটি বিশ্বকাপে মেসি সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছেন। যদিও আর্জেন্টিনা এখনো ফাইনালে ওঠেনি। কাল সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই আর্জেন্টিনা সমর্থকদের স্বপ্ন দেখাতে পারবেন মেসি। সমর্থকেরা প্রস্তুতি নিতে পারবেন স্বপ্ন-দৃশ্যের সাক্ষী হওয়ার।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর খুব একটা পছন্দ নয় আর্জেন্টিনার খেলা

Also Read: টাইব্রেকারে কে বেশি ভালো—আর্জেন্টিনা না ক্রোয়েশিয়া

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী তারকা ও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম শীর্ষ গোলদাতা রোনালদো নাজারিও খুব করেই চান মেসি বিশ্বকাপ জিতুন। মেসির হাতে কাপ মানেই তো আর্জেন্টিনার বিশ্বজয়। কাতারে সোমবার সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় রোনালদো এটাও বলেছেন, একজন ব্রাজিলিয়ান হিসেবে আর্জেন্টিনার বিশ্বজয় তাঁর অহমে আঘাত দেবে, ‘আমি চাই মেসির হাতে বিশ্বকাপ ট্রফিটা দেখতে। মনেপ্রাণেই চাই। কিন্তু নিজের ব্রাজিলিয়ান সত্তা আর্জেন্টিনাকে বিশ্বকাপজয়ী হিসেবে দেখতে চাইছে না।’

এমন মেসিকেই দেখতে চান আর্জেন্টাইন সমর্থকেরা

আর্জেন্টিনা দলের খেলা খুব একটা পছন্দ হয়নি রোনালদোর। তবে মনে ধরেছে এই দলের জেতার আকাঙ্ক্ষা ও দৃঢ় প্রত্যয়, ‘আর্জেন্টিনা খুব দারুণ দল নয়। মেসি ছাড়া খুব বেশি ঈশ্বরপ্রদত্ত প্রতিভা নেই এই দলে। কিন্তু দলটার মধ্যে প্রত্যয় আছে। তারা জিততে চায়। এই দলের খেলোয়াড়েরা মাঠে প্রচুর দৌড়ায়। মানসিকভাবে তারা খুবই আক্রমণাত্মক। তাদের মেসির মতো একজন তারকা আছে। সে ম্যাচের চেহারা বদলে দিতে পারে। ব্যক্তিগতভাবে আমি খুশি হব, যদি মেসি এবারের বিশ্বকাপ জেতে।’

Also Read: সেমিফাইনালে হারে না আর্জেন্টিনা