Thank you for trying Sticky AMP!!

এনরিকে বিদায় নিলেন না পাওয়ার বেদনা নিয়েই

স্পেনের টাইব্রেকার-ট্র্যাজেডি, মরক্কোর ইতিহাস

আল-রাইয়ানের এডুকেশন সিটিতে জমল অনেক নাটক। ২০১০ বিশ্বকাপের শিরোপাজয়ী স্পেন মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিল। চতুর্থ আফ্রিকান দেশ ও প্রথম ‘আরব’ দেশ হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো। নাটকীয় এই ম্যাচের এক দিকে আনন্দ অন্য দিকে বেদনা। সেই আনন্দ-বেদনার যুগল থাকল আজকের বিশ্বকাপের ছবিতে—
সের্হিও বুসকেটসের শট ঠেকিয়ে মরক্কোকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুললেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু। ২০১০ বিশ্বকাপজয়ী বুসকেটসের শেষটা হলো ট্র্যাজেডির।
স্পেনের গোলকিপার উনাই সিমনকে পরাভূত করলেন মরক্কোর হাকিম জিয়েশ।
স্পেনের কোচ লুইস এনরিকের বিদায়টাও ট্র্যাজেডি নিয়েই।
এক সময়ের বিশ্বজয়ী বুসকেটস আজ ব্যর্থ। ফুটবল কোনো তারকাকে সব ধরনের গল্পই শোনায়।
মরক্কান দর্শকদের আজ গৌরবের দিন।
বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর মরক্কোর আশরাফ হাকিমি ও অন্যান্যরা।
বিদায়ের পর বিধ্বস্ত স্পেনের আনসু ফাতি।
স্পেনের জয় দেখতেই শিশুকে নিয়ে এসেছিলেন স্প্যানিশ এই নারী। শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে তাঁকে।