Thank you for trying Sticky AMP!!

ম্যাচের ৩৭ সেকেন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন রাসমুস হইলুন্দ

হইলুন্দের জোড়া গোলে রেকর্ডের ছড়াছড়ি, জিতল ইউনাইটেড

লুটন টাউন ১–২ ম্যানচেস্টার ইউনাইটেড

৮৭৩ কোটি টাকার খেলোয়াড়। অনেক আশা নিয়ে এত দাম দিয়ে তাঁকে কিনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ক্লাবের ন্যূনতম প্রত্যাশাটুকুও পূরণ করতে পারছিলেন না রাসমুস হইলুন্দ।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম ১৪ ম্যাচে হইলুন্দের ছিল না কোনো গোল। সেই হইলুন্দই আজ নিয়ে টানা ৬ ম্যাচে গোল করে রেকর্ড বই ওলট–পালট করলেন। ডেনমার্কের এই তরুণ ফরোয়ার্ডের জোড়া গোলেই লুটন টাউনকে ২–১ ব্যবধানে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড।

লিগে টানা চার আর প্রতিপক্ষের মাঠে টানা তিন জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান আরও মজবুত করল এরিক টেন হাগের দল। দিনের আরেক ম্যাচে সাতে থাকা ব্রাইটন তলানির দল শেফিল্ডকে ৫–০ গোলে উড়িয়ে দিলেও ইউনাইটেডের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে।

লুটনের মাঠ কেনিলওয়ার্থ রোডে দর্শকেরা কোনো কিছু বুঝে ওঠার আগেই এগিয়ে যায় ইউনাইটেড। কাসেমিরোর লম্বা শটে লুটন ডিফেন্ডার আমিরি বেল শুরুতেই বলের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে তা পেয়ে যান হইলুন্দ। কিছু দূর এগিয়ে গিয়ে বাঁ পায়ের জোরালো শটে লুটনের জাল কাঁপান। ম্যাচের বয়স তখন মাত্র ৩৭ সেকেন্ড!

হইলুন্দের এই গোলেই হয়েছে রেকর্ড। প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে কম ২১ বছর ১৪ দিন বয়সে টানা ৬ ম্যাচে গোলের কীর্তি গড়েছেন তিনি। ভেঙেছেন নিউক্যাসল ইউনাইটেডের জো উইলককের রেকর্ড। ইংলিশ মিডফিল্ডার উইলকক ২০২০–২১ মৌসুমে নিউক্যাসলের হয়ে টানা ৬ ম্যাচে গোল করেছিলেন। সে সময় তাঁর বয়স ছিল ২১ বছর ২৭২ দিন। ৩৭ সেকেন্ডে করা হইলুন্দের এই গোলটা প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে ইউনাইটেডের দ্রুততম।

ম্যাচের ৭ মিনিটে আবারও হইলুন্দের গোল। এই গোলেও ইউনাইটেড নতুন রেকর্ড গড়েছে। লিগে এর আগে এত কম সময়ে প্রতিপক্ষের মাঠে কখনো ২–০ ব্যবধানে এগিয়ে যায়নি রেড ডেভিলরা।

Also Read: ড্যানিশ ফন্ট না থাকায় হইলুন্দের জার্সি বাজারে ছাড়তে দেরি

দুই গোলে পিছিয়ে পড়ার পর অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ানোর আভাস দেয় লুটন টাউন। ১৪ মিনিটে কার্লটন মরিসের গোলে ব্যবধান কমায় লিগের নবাগত দলটি। তখন মনে হচ্ছিল, গোলবন্যার এক ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু এরপর দুই দল যেন গোল মিসের মহড়া দিতে বসে। শেষ পর্যন্ত ২–১ স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে ইউনাইটেড।