
ইংলিশ প্রিমিয়ার লিগে কি তবে লিভারপুলই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? ১৫-১৬ ম্যাচ বাকি থাকতে এই রায় দেওয়া কঠিন হলেও লিভারপুলের পারফরম্যান্সই এমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। দারুণ গতিতে ছুটতে থাকা লিভারপুল চলতি মৌসুমে লিগে ১৮ ম্যাচে অপরাজিত থেকে শীর্ষে আছে। স্পেনে অবশ্য লিভারপুলের মতো এককভাবে শক্তিশালী অবস্থানে নেই কোনো দল।
শিরোপা লড়াইয়ে খুব ভালোভাবেই আছে রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। সিরি ‘আ’তে সামনের দিনে লড়াইটা সীমিত হয়ে যেতে পারে নাপোলি ও ইন্টার মিলানের মধ্যে। আর বুন্দেসলিগায় লেভারকুসেনের সঙ্গে প্রতিনিয়ত দূরত্ব বাড়াচ্ছে বায়ার্ন মিউনিখ।
অপ্রতিরোধ্য লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে থামাতে পারছে না কেউই। সর্বশেষ চলতি সপ্তাহে ইপসউইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে আর্নে স্লটের দল। এই জয়ের পর ২২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৩। একই দিন ১০ জনের আর্সেনাল উলভসের বিপক্ষে জিতেছে ১-০ গোলে। এই জয়ে আপাতত লিভারপুলের আশপাশেই আছে তারা।
লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ২৩ ম্যাচে গানারদের পয়েন্ট ৪৭। লিভারপুল ও আর্সেনাল জিতলেও বোর্নমাউথের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে নটিংহাম ফরেস্ট। এরপরও অবশ্য জায়গা বদল হয়নি ক্লাবটির। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তিনেই আছে তারা। একের পর এক ব্যর্থতার পর অবশেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ম্যানচেস্টার সিটি। ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চারে আছে পেপ গার্দিওলার দল।
জয়ে ফিরে লড়াই জমাল বার্সা
ইউরোপীয় শীর্ষ লিগে এবার চমকের দেখা মিলতে পারে লা লিগায়। ২১ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকলেও নিরঙ্কুশ ফেবারিট কাউকেই বলা যাচ্ছে না। শীর্ষে তিনে থাকা রিয়াল, আতলেতিকো এবং বার্সেলোনা-তিন দলেরই শিরোপা জয়ের সুযোগ আছে। বর্তমানে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।
সমান ম্যাচে দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৫। রিয়ালের চেয়ে ৭ এবং আতলেতিকোর চেয়ে ৩ পয়েন্ট নিয়ে পিছিয়ে তিনে আছে বার্সা। চার ম্যাচ জয়হীন থাকার পর গতকাল রাতে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে তারা। এই ম্যাচটিতে প্রতিপক্ষকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া বার্সার পয়েন্ট এখন ২১ ম্যাচে ৪২।
নাপোলি নাকি ইন্টার মিলান
সিরি ‘আ’তে জমে উঠছে নাপোলি ও ইন্টার মিলানের দ্বিমুখী লড়াই। সর্বশেষ ম্যাচে জুভেন্টাসের অপরাজিত যাত্রা থামিয়ে দিয়েছে নেপলসের ক্লাবটি। ২-১ গোলের জয়ের পর ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। অন্য দিকে এক ম্যাচ কম খেলা ইন্টারের পয়েন্ট ২১ ম্যাচে ৫০। লিসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে ইন্টার জিতেছে ৪-০ গোলে।
বর্তমানে নাপোলির চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে থাকলেও ইন্টার কিন্তু এক ম্যাচ কম খেলেছে। সেই বাড়তি ম্যাচটিতে জিতলে নাপোলিকে ছাড়িয়ে শীর্ষে উঠে আসবে তারা। কারণ, গোল ব্যবধানে নাপোলির চেয়ে অনেক এগিয়ে জুভরা। নাপোলি ও ইন্টার মিলানের পর তালিকার তিনে আছে কদিন আগে শীর্ষে থাকা আতালান্তা। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬।
বায়ার্নের চোখ শিরোপা পুনরুদ্ধারে
গত মৌসুমে অপ্রতিরোধ্য লেভারকুসেনের সামনে পাত্তাই পায়নি বায়ার্ন মিউনিখ। অপরাজিত থেকেই শিরোপা জিতেছিল জাবি আলোনসোর দল। সেই লেভারকুসেন দারুণ ছন্দে আছেন এবারও। কিন্তু বায়ার্নের সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে এবার বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদের।
১৯ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৪৮। সর্বশেষ তারা ২-১ গোলে হারিয়েছে ফ্রেইবুর্গকে। অন্য দিকে নিজেদের সর্বশেষ ম্যাচে লেভারকুসেন ২-২ গোলে ড্র করেছে আরবি লাইপজিগের সঙ্গে। বর্তমানে লেভারকুসেনের পয়েন্ট ১৯ ম্যাচে ৪২। তবে এখনই অবশ্য শেষ কথা বলার সুযোগ নেই। লিগে যে এখনো ১৫ ম্যাচ বাকি।