গতকাল রাতে ফুটবল দুনিয়ার চোখ ছিল জার্মানির মিউনিখে। ক্লাব ফুটবলে ইউরোপ–শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যেখানে মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান ও পিএসজি। ইতিহাস গড়ে প্রথমবারের মতো পিএসজির ইউরোপ–সেরা হওয়ার পথে আলিয়াঞ্জ অ্যারেনায় রচিত হয়েছে আনন্দ–বেদনার অনবদ্য এক গল্প। মহাকাব্যিক সেই গল্পের কিছু খণ্ডচিত্র নিয়ে এই আয়োজন।