Thank you for trying Sticky AMP!!

নেইমারকে অহংকারী বলেছেন কিংবদন্তি ইউনাইটেড কোচ স্যার আলেক্স ফার্গুসনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রেনে মেউলেনস্টিন

‘অহংকারী’ নেইমারকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে সতর্ক করলেন ডাচ কোচ

কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে নেইমারের দলবদলের গুঞ্জন। সম্প্রতি তাঁর ক্লাব ছাড়ার দাবিতে পিএসজি সমর্থকদের প্রতিবাদ সমাবেশের পর সেই গুঞ্জনে বাড়তি বাতাস লেগেছে। নেইমার নিজেও নাকি তাঁর ঘনিষ্ঠজনদের পিএসজি ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। এরপরই শোনা যায় নেইমারকে পেতে পিএসজির সঙ্গে আলাপ শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

চেলসি ম্যাচের আগেই নেইমারকে দলে আনা নিয়ে কথাও বলেছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। তবে নেইমারকে কেনার ব্যাপারে ক্লাবটিকে সতর্ক করে দিয়েছেন ম্যান ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার আলেক্স ফার্গুসনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রেনে মেউলেনস্টিন। তিনি বলেছেন, নেইমারের মতো উঁচু চাহিদার এবং অহংকারী খেলোয়াড়কে কিনলে বিপদে পড়তে হতে পারে ইউনাইটেডকে।

Also Read: নেইমার পিএসজি ছাড়ার কথা ঘনিষ্ঠজনদের জানিয়েছেন

চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমার পিএসজির অনুশীলনে গিয়েছিলেন সতীর্থদের উৎসাহ দিতে

কোচিং ক্যারিয়ারের বিভিন্ন সময় ইউনাইটেডের বয়সভিত্তিক দলের কোচিং করিয়েছেন মেউলেনস্টিন। এ সময় ফার্গুসনের কাছাকাছিও আসেন এই ডাচ কোচ। নেইমারকে কেনার ব্যাপারে নিজের অবস্থান তুলে ধরে মেউলেনস্টিন বলেছেন, ‘এটা সম্ভবত গুজব এবং অনুমান। সবাই এ নিয়ে মুখ বন্ধ রেখেছে। এটা নিয়ে আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কারণ, সে বেশ সামর্থ্যবান খেলোয়াড়, কিন্তু পাশাপাশি সে প্রিমা ডোনাও (ইতালিয়ান এই শব্দটি দিয়ে মূলত অহংকারী ও উঁচু চাহিদার কাউকে বোঝানো হয়, যিনি অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারেন না)। আর সে প্রিমিয়ার লিগে কখনো খেলেওনি। স্পেন ও ফ্রান্সে খেলা একদম আলাদা ব্যাপার।’

এ ছাড়া পজিশনের দিক থেকেও নেইমার ইউনাইটেডে প্রয়োজন নেই বলে মনে করেন মেউলেনস্টিন। তিনি আরও বলেছেন, ‘নেইমারের সেরা পজিশন হচ্ছে লেফট উইং পজিশন। কিন্তু সেখানে আপনার কাছে রাশফোর্ড আছে।’

Also Read: মাঠে দুয়ো শোনা মেসির সমর্থনে ভিডিও কলে একত্রিত হলেন নেইমার–সুয়ারেজ

পিএসজি ছাড়লে কোথায় যাবেন নেইমার?

মেউলেনস্টিন না চাইলেও নেইমারকে নিয়ে ইউনাইটেডের অবস্থান যে ইতিবাচক সে ইঙ্গিত টেন হাগের কথাতেই পাওয়া গিয়েছিল। নেইমারকে কেনার ব্যাপারে তিনি বলেছিলেন, ‘যখন আমাদের কাছে কোনো খবর থাকবে, আমরা আপনাদের জানিয়ে দেব।’

নেইমারের পিএসজি ছাড়ার খবর শোনা গেলেও প্যারিসের ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালে।

Also Read: পিএসজি ছাড়তে চান নেইমার, নতুন ঠিকানা হিসেবে পছন্দ প্রিমিয়ার লিগ