সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ

বৈরী আবহাওয়া, সাফ রানার্সআপ যুবাদের বিমান ঢাকা থেকে ফিরে গিয়েছিল কলকাতায়

বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতায় ফিরে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া বিভাগ জানিয়েছে এই খবর।

বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘বৈরী আবহাওয়া কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলকে বহনকারী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইট (6E1105) অবতরণ করতে পারেনি। পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ফ্লাইটটি কলকাতায় ফিরে গেছে।’

এ বিষয়ে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব প্রথম আলোকে বলেন, ‘আবহাওয়া অনুকূলে না থাকায় অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলের বিমানটি যথাসময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। আবহাওয়ার উন্নতি হলে তাদের দেশে আসার নতুন সূচি জানিয়ে দেওয়া হবে।’

ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হারে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ শেষে আজ বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল নাজমুল হুদা-মোরশেদ আলীদের। সেখান থেকে দলের সবার সরাসরি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে যাওয়ার কথাও ছিল।

অনূর্ধ্ব-১৯ সাফে এবার ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। গত রোববার অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে যান যুবারা।

২০১৫ সাল থেকে নিয়মিত হচ্ছে ছেলেদের বয়সভিত্তিক সাফ। এখন পর্যন্ত বাংলাদেশ ফাইনাল খেলেছে পাঁচবার, যার মধ্যে শিরোপা জিতেছে একবার, ২০২৪ সালে নেপালকে হারিয়ে।

সর্বশেষ

পরে ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করেছে।