রিয়াল মাদ্রিদে লুকা মদরিচই পরতেন ১০ নম্বর জার্সি
রিয়াল মাদ্রিদে লুকা মদরিচই পরতেন ১০ নম্বর জার্সি

রিয়ালে মদরিচের রেখে যাওয়া ১০ নম্বর জার্সি কে পাচ্ছেন

কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পরই আলোচনায় ছিল তাঁর জার্সি নম্বর। ফ্রান্স জাতীয় দলে ১০ এবং পিএসজিতে ৭ নম্বর জার্সি পরে খেলা এমবাপ্পে রিয়ালে কোন জার্সি নম্বর পাবেন, তা নিয়ে কথাও হয়েছে অনেক। শেষ পর্যন্ত এই দুই জার্সি নম্বরের কোনোটিই পাননি এমবাপ্পে।

ক্রিস্টিয়ানো রোনালদোর রেখে যাওয়া আইকনিক ৭ নম্বর জার্সি তখন ভিনিসিয়ুস জুনিয়রের গায়ে আর ১০ নম্বর জার্সি পরা কিংবদন্তি লুকা মদরিচের। ফলে এই দুই জার্সির কোনোটিই না পাওয়ার বিষয়টি একরকম নিশ্চিত ছিল।

এমবাপ্পে নিজেও নাকি এই দুই জার্সির কোনোটি তখন দাবি করেননি। শেষ পর্যন্ত সদ্য শেষ হওয়া মৌসুমে করিম বেনজেমার রেখে যাওয়া ৯ নম্বর জার্সি পরেই খেলেছেন এমবাপ্পে। তবে মৌসুম শেষে এখন আবারও আলোচনায় এমবাপ্পের জার্সি নম্বর।

বিশেষ করে লুকা মদরিচ ক্লাব ছাড়ার ঘোষণার পর তাঁর রেখে যাওয়া ১০ নম্বর জার্সি কে পাবেন, তা নিয়েই যত আলোচনা। যেখানে নিশ্চিতভাবেই সবার ওপরে আছে এমবাপ্পের নাম। নতুন মৌসুম শুরুর আগে এমবাপ্পেকে ১০ নম্বর বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিনগিতো।

রিয়ালের হয়ে সদ্য শেষ মৌসুমে ৯ নম্বর জার্সি পরে খেলেছেন এমবাপ্পে

জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরে খেলা এমবাপ্পেও নিশ্চয় এই প্রস্তাবে আপত্তি করবেন না। ফল সব ঠিক থাকলে আগামী মৌসুমে জাবি আলোনসোর অধীনে ১০ নম্বর জার্সি পরেই খেলতে দেখা যেতে পারে এমবাপ্পেকে।

২০১৭ সাল থেকে ১০ নম্বর জার্সি পরে খেলতে শুরু করেন মদরিচ। এই জার্সিতে কীর্তি গড়েই পরের বছর তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন। মদরিচের আগে ১০ নম্বর জার্সি পরে খেলতেন হামেস রদ্রিগেজ। কলম্বিয়ান ফরোয়ার্ডের আগে এটি ছিল মেসুত ওজিলের গায়ে। এ ছাড়া অন্যদের মধ্যে লুইস ফিগো, ক্লারেন্স সিডর্ফ, মাইকেল লাউড্রপ ও ফেরেঙ্ক পুসকাসের মতো কিংবদন্তিরা এই জার্সি পরে খেলেছেন।