Thank you for trying Sticky AMP!!

লিভারপুলের বিপক্ষে রোনালদোকে দলে না নেওয়ার পরামর্শ ওয়েইন রুনির

লিভারপুলের বিপক্ষে রোনালদোকে দলে না রাখার পরামর্শ রুনির

টানা দুই ম্যাচে হার দিয়ে লিগ শুরু করা ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়াতে মরিয়া। প্রিমিয়ার লিগে এবার নবাগত দল ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে উড়ে যাওয়ার পর ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলেওছেন।

ঘুরে দাঁড়াতে হলে কী করতে হবে ইউনাইটেডকে? দলটির সাবেক তারকা ওয়েইন রুনি সে পরামর্শই দিয়েছেন টেন হাগকে। ইউনাইটেডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রুনির মতে, ঘুরে দাঁড়াতে হলে ইউনাইটেডকে মাঠে তরতাজা তরুণ খেলোয়াড় নামাতে হবে। ‘বুড়ো’ খেলোয়াড়দের নিয়ে ইউনাইটেড আর ঘুরে দাঁড়াতে পারবে না বলেই মনে করেন রুনি।

Also Read: এমবাপ্পের ‘ঔদ্ধত্য’ দেখে খেপেছেন রুনি

ইউনাইটেডের পরবর্তী ম্যাচ আগামীকাল, ঘরের মাঠে প্রতিপক্ষ লিভারপুল। এ ম্যাচে মাঠের খেলায় প্রাণসঞ্চার করতে হলে, ভালো খেলতে হলে এবং সর্বোপরি ম্যাচ জিততে হলে ইউনাইটেডকে কী করতে হবে, সেটাও বলে দিয়েছেন রুনি।

টেন হাগকে তিনি পরামর্শ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো আর মার্কাস রাশফোর্ডকে এ ম্যাচে না নামাতে। ইংল্যান্ডের পত্রিকা দ্য টাইমসে এক কলামে রুনি লিখেছেন, ‘আমি (ইউনাইটেডের কোচ হলে) ক্রিস্টিয়ানো রোনালদো আর মার্কাস রাশফোর্ডকে খেলাতাম না।’

Also Read: ‘বাবর আজম ক্রিকেটের মেসি-রোনালদো’

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা ওয়েইন রুনি

এ দুজনকে কেন খেলাতেন না, সে ব্যাখ্যাও রুনি তাঁর কলামে দিয়েছেন, ‘আমি যদি টেন হাগের অবস্থানে থাকতাম, আমার আসল চিন্তা থাকত মাঠে তরতাজা খেলোয়াড়দের নামানো নিয়ে। ইউনাইটেড দলে একজন নাম্বার নাইন নিতে না পারার কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর ওপর ভরসা রেখেছিল। এমনকি সে লিগ শুরুর আগপর্যাপ্ত অনুশীলন না করার পরও।’

রোনালদোকে নিয়ে রুনি এরপর যোগ করেন, ‘তাকে দেখে মনে হয়েছে, ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠতে তার আরও সময় লাগবে। টেন হাগকে দলে সতেজ শক্তি আনতে হবে। এ কারণেই রোনালদোকে বাদ দিতে হবে।’

রোনালদোর না হয় ৩৬ বছর বয়স হয়ে গেছে, আগের মতো গতি নেই; কিন্তু রাশফোর্ডের বয়স তো মাত্র ২৪ বছর। তাহলে রাশফোর্ডকে নিয়ে রুনি বিরক্ত কেন? ব্রাইটনের কাছে ২-১ গোলে আর ব্রেন্টফোর্ডের কাছে ৪-০–তে হেরে যাওয়া ম্যাচে রাশফোর্ড ৯০ মিনিট করে খেললেও সেভাবে দৌড়াতে পারেননি। রুনির ভালো লাগেনি সেটি।

Also Read: রোনালদো থাকলেও মেসি কেন নেই, ব্যাখ্যা দিল ‘ফ্রান্স ফুটবল’

মার্কাস রাশফোর্ডের খেলায় খুশি নন ওয়েইন রুনি

রাশফোর্ডকে নিয়ে রুনির মত, ‘মার্কাসের বেলায় আমি বলব, ওর নিজেকে খুঁজে পাওয়ার জন্য অনেক কিছু করতে হবে। এ ছাড়া ওকে আগে ভাবতে হবে যে ও কী চায়। এটা ওর নিজের ভালোর জন্যই করতে হবে। ওকে দেখে আমার মনে হয়েছে, ফুটবল মাঠে ছাড়া ও অন্য যেকোনো জায়গায় থাকতে পারলেই বাঁচে!’

ব্রেন্টফোর্ডের কাছে উড়ে যাওয়া ম্যাচটি দেখা ‘খুব কষ্টকর’ উল্লেখ করে ইউনাইটেডের খেলোয়াড়দের মান নিয়েও প্রশ্ন তুলেছেন রুনি, ‘আমার সময় থেকে ফুটবল ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি অনেক উন্নতি করেছে। কিন্তু মূল বিষয়গুলো আর বদলে যায়নি। আপনি যদি না দৌড়ান, চেষ্টা না করেন, তাহলে যেকোনো দলের কাছেই হারবেন। আমি ম্যানচেস্টার ইউনাইটেডে এ মৌলিক জিনিসগুলোর অভাব কখনো দেখিনি।’

তবে ইউনাইটেডের সব খেলোয়াড়ই এমন নন বলে মনে করেন রুনি, ‘আমি সব খেলোয়াড় নিয়ে একই কথা বলব না। হ্যারি ম্যাগুয়ার চেষ্টা করবে, চেষ্টা করবে ফ্রেড আর স্কট ম্যাকটমিনেও। এ তিনজন দলটিকে জাগিয়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে।’

Also Read: রোনালদো আছেন, নেই মেসি–নেইমার