এমিলিয়ানো মার্তিনেজের অ্যাস্টন ভিলা ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছে মৌসুম শেষ হওয়ার আগে থেকেই। বিশেষ করে ভিলা পার্কে মৌসুমের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত–সমর্থকদের বিদায় জানানোর পর থেকেই গুঞ্জনটি শুরু হয়। তখন মার্তিনেজের পরবর্তী গন্তব্য হিসেবে সামনে এসেছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।
তবে এই মুহূর্তে বার্সেলোনা নয়, মার্তিনেজের একমাত্র স্বপ্ন নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ইউনাইটেডে নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। মার্তিনেজের এই আগ্রহ অবশ্য একপক্ষীয় নয়, ইউনাইটেডেরও নাকি তাঁকে নিয়ে আগ্রহ আছে।
দ্য সানের তথ্য অনুযায়ী, ইউনাইটেডের প্রধান কোচ আমোরিম স্কোয়াড পুনর্গঠনের পরিকল্পনা করছেন এবং সে লক্ষ্যে তিনি নেতৃত্বের গুণাবলিসম্পন্ন খেলোয়াড় খুঁজছেন। যেখানে তাঁর চোখ আছে মার্তিনেজের প্রতিও। জানা গেছে, পর্তুগিজ এই কোচ মার্তিনেজের বড় ভক্ত। এমনকি ২০২০ সালে স্পোর্টিং লিসবনে তাঁকে আনার জন্য আমোরিম উদ্যোগও নিয়েছিলেন। শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার সঙ্গে আর পেরে ওঠেনি পর্তুগিজ ক্লাবটি। মার্তিনেজকে দলে টেনে নেয় ভিলা।
সে সময় আমোরিমের অর্পূণ ইচ্ছা পূরণ হতে পারে এই গ্রীষ্মের দলবদলে। দুই দুইয়ে চার মিললে আগামী মৌসুমে ওল্ড ট্র্যাফোর্ডে আমোরিমের অধীনে খেলতে দেখা যেতে পারে মার্তিনেজকে।
মার্তিনেজকে দলে টানার আগ্রহের পাশাপাশি ইউইনাইটেড নাকি ওনানাকে ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে। ইউনাইটেডের পোস্টের নিচে ভুলে যাওয়ার মতো সময় পার করেছেন ক্যামেরুনিয়ান এই গোলরক্ষক। যে কারণে ইউনাইটেড এখন তাঁকে দলে রাখতে ইচ্ছুক নয়। গুঞ্জন আছে, ইউনাইটেড ছেড়ে ওনানা ফরাসি ক্লাব মোনাকোয় যেতে পারেন।