প্রথম লেগে পিএসজিকে হারিয়েছিল লিভারপুল
প্রথম লেগে পিএসজিকে হারিয়েছিল লিভারপুল

‘লিভারপুল-পিএসজির ম্যাচে যারা জিতবে, তারাই ফাইনাল খেলবে’

প্যারিসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে দাপুটে ফুটবল খেলেও জিততে পারেনি পিএসজি। ম্যাচে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেও শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় লুইস এনরিকের দলকে।

এখন কোয়ার্টার ফাইনালে যেতে হলে আজ রাতে লিভারপুলের মাঠে জিততেই হবে পিএসজিকে। ১-০ ব্যবধান খুব বড় নয়। কিন্তু ম্যাচটা যে অ্যানফিল্ডে। এই মাঠে লিভারপুলকে হারানো অসম্ভব না হলেও বেশ কঠিনই।

এরপরও পিএসজি কোচ এনরিকে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। পাশাপাশি তিনি মনে করেন, এই ম্যাচে শেষ পর্যন্ত যে দল জিতবে, তারাই ফাইনাল খেলবে।

পিছিয়ে থাকার পরও লিভারপুলকে হারানোর ব্যাপারে আশাবাদী এনরিকে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যদিও আমরা পিছিয়ে আছি। কিন্তু মাঠে আমরা শুরু থেকে নিজেদের খেলাটাই খেলব। ফলাফল যেমনই হোক (প্যারিসে) আমরা আলাদা কিছু করব না।

পিএসজি কোচ লুইস এনরিকে

জয়ের জন্য উন্মুখ এনরিকে আরও বলেছেন, ‘কাকে কাকে খেলাব কিংবা কীভাবে খেলব, সেটি আমি বলব না। তবে এই দুই ম্যাচে আমরা ইউরোপের দুটি সেরা দলকে খেলতে দেখছি, যারা আবার ফাইনালে ওঠার দুই দাবিদার। আমি মনে করি, যারাই জিতুক না কেন, তারা ফাইনাল পর্যন্ত যাবে।’

আগেই বলা হয়েছে অ্যানফিল্ড প্রতিপক্ষের জন্য বরাবরই কঠিন এক মঞ্চ। কিন্তু এই মাঠকে অনুপ্রেরণা হিসেবে নিতে চান এনরিকেও, ‘আমরা জানি, এই ঐতিহাসিক স্টেডিয়ামটি এবং এর দুর্দান্ত গল্প লিভারপুলের জন্য কী অর্থ বহন করছে। এটা খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার বিশাল এক উৎস এবং আমরা দেখাতে চাই যে আমরাও দারুণ কিছু প্রদর্শন করতে সক্ষম।’