Thank you for trying Sticky AMP!!

জাপানিদের দুঃখ ও আশরাফ হাকিমির মায়ের ভালোবাসা

অঘটনের এক দিন বিশ্বকাপে। প্রথমে জার্মানিকে হারানো জাপান হেরে গেল আগের ম্যাচে সাত গোল খাওয়া কোস্টারিকার কাছে, এরপর মরক্কোর কাছে হার বেলজিয়ামের। জাপানের দুঃখ, বেলজিয়ামের বিপর্যয়, মরক্কোর হাসি— দিনের আনন্দ-বেদনার গল্প নিয়েই আজকের ছবির গল্প...
বিশ্বকাপে পরিষ্কার-পরিচ্ছন্নতার অসাধারণ ‘শিক্ষা’ দিয়ে যাচ্ছে জাপান। ম্যাচ হারার বিষণ্নতা চোখে মুখে দেখা গেলেও গ্যালারির আবর্জনা পরিষ্কার করেই মাঠ থেকে বের হন জাপানি সমর্থকেরা।
এই দিনটা তাদের। এই দিনটা মরক্কোর। ২-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে মরক্কো।
কোস্টারিকার এক সমর্থকের অদ্ভুত সাজ। ম্যাচ শেষে অবশ্য হাসিমুখেই মাঠ ছাড়তে পেরেছেন । তার দল জিতেছে ১-০ গোলে।
আজ আর হলো না। জার্মানিকে হারানো দলটি জিততে পারল না কোস্টারিকার বিপক্ষে। তাই জাপান সমর্থকের মুখে রাজ্যের নীরবতা!
ম্যাচের পর মায়ের ভালোবাসায় সিক্ত মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমি।