আগামী বছরের জুন–জুলাইয়ে হবে ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি
আগামী বছরের জুন–জুলাইয়ে হবে ৩২ দলের  ফিফা ক্লাব বিশ্বকাপ ট্রফি

ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ১০০ কোটি ডলার, আসল বিশ্বকাপের দ্বিগুণের বেশি

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। ৩২ দলের এই টুর্নামেন্টের জন্য যে পরিমাণ প্রাইজমানি ঘোষণা করা হয়েছে, সেটা শুনে অনেকেই অবাক হতে পারেন। পরিমাণটা যে ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুণের বেশি!

যুক্তরাষ্ট্রে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ১০০ কোটি ডলার। জাতীয় ফুটবল দলগুলোকে নিয়ে আয়োজিত ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার আর ২০২৩ নারী বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১১ কোটি ডলার।

ফিফা এক বিবৃতিতে বলেছে, ৩২ দল নিয়ে আয়োজন করতে যাওয়া ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার আয় হতে পারে। একই সঙ্গে মেয়েদের ক্লাব বিশ্বকাপ ২০২৮ সাল থেকে হবে বলেও জানানো হয়েছে।

ফিফা বিবৃতিতে এ–ও জানিয়েছে যে এই টুর্নামেন্ট থেকে যে পরিমাণ অর্থ আয় হবে, তার সবটাই ভাগ করে দেওয়া হবে অংশ নেওয়া ক্লাবগুলোর মধ্যে। ফিফা একটি ডলারও নিজেদের জন্য রাখবে না। টুর্নামেন্টে অংশ নেওয়া সব ক্লাবের জন্যই প্রাইজমানি থাকবে।এ ছাড়া ফলের ওপর ভিত্তি করে দেওয়া হবে পারফরম্যান্স ফি।

২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রতিটি মহাদেশের চ্যাম্পিয়ন ও আয়োজক দেশের একটি দল নিয়ে। এবারই প্রথম ছয় মহাদেশ থেকে খেলবে ৩২ দল। ১৪ জুন উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলির।