ফটো ফিচার

সুইমিংপুল থেকে যা বললেন ‘দার্শনিক’ তাসকিন

প্রতিপক্ষকে কার্লোস আলকারাজের শুভকামনা। ভক্তের টি-শার্টে নোভাক জোকোভিচের অটোগ্রাফ। টিকটক বন্ধ করায় মন খারাপ কোকো গফের। সাজিদ খানের সঙ্গে উদ্‌যাপনে বাবর-রিজওয়ান আর সুইমিংপুলে দার্শনিক তাসকিন আহমেদ। মাঠে ও মাঠের বাইরের তারকাদের নির্বাচিত ছবি।
অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আট নিশ্চিত করার পর ভক্তের টি-শার্টে অটোগ্রাফ দিচ্ছেন নোভাক জোকোভিচ। চেক প্রতিপক্ষ ইরি লেহেশকাকে সরাসরি সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছেন জোকো
প্রাক্‌মৌসুমে বছরের প্রথম ম্যাচে মাঠে নেমে গোল করলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। ক্লাব আমেরিকার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে নিজের একমাত্র গোলটি করে দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উদ্‌যাপন মেসির
যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ করার সিদ্ধান্তে বেশ কষ্ট পেয়েছেন দেশটির টেনিস তারকা কোকো গফ। ম্যাচ শেষে টিভি ক্যামেরার লেন্সে মার্কার দিয়ে গফ লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও টিকটক ইউএসএ’
ডালাস থেকে এই ছবিতে সবাইকে ‘হ্যালো’ বলেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার
এভাবে উদ্‌যাপনকে নিজের ট্রেডমার্কে পরিণত করেছেন পাকিস্তানি স্পিনার সাজিদ খান। আজ ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দেওয়ার পথে ৫ উইকেট নিয়ে নিজের উদ্‌যাপনে সঙ্গী করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকেও
বিপিএলে না থেকেও আছেন সাকিব আল হাসান। ‘সাকিব আমার আবেগ, মিস করি সাকিব ভাই’ প্ল্যাকার্ড লিখে এক দর্শক এসেছেন গ্যালারিতে
বন্ধু ও টেলিভিশন ব্যক্তিত্ব ফখর আলমকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই ছবিটা পোস্ট করেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম
চোটের কারণে তৃতীয় বাছাই কার্লোস আলকারাজের বিপক্ষে ম্যাচটা শেষ করতে পারেননি ব্রিটিশ তারকা জ্যাক ড্রেপার। দ্বিতীয় সেট চলাকালেই সরে দাঁড়ান লড়াই থেকে। ওয়াকওভার পেয়ে কোর্ট ছাড়ার আগে ড্রেপারকে শুভকামনা জানিয়ে টিভি ক্যামেরায় বার্তা লিখে দেন স্প্যানিশ টেনিস তারকা
কোনো ক্যাপশন ছাড়াই বিভিন্ন পোজে এমন কিছু ছবি পোস্ট করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
‘লক্ষ্য অনেক দূরে, কিন্তু অর্জন করা অসম্ভব নয় ইনশা আল্লাহ’—এমন ক্যাপশনে সুইমিংপুলে গোসলের ছবিটা পোস্ট করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ