কার্লো আনচেলত্তির জায়গায় রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন বায়ার লেভারকুসেনের সদ্য বিদায়ী কোচ জাবি আলোনসো। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার আগেই নিজের ভবিষ্যৎ দল নিয়ে পরিকল্পনা শুরু করেছেন আলোনসো। এর আগে দল গঠনের জন্য আলোনসোর দুজন খেলোয়াড়ের নাম জমা দেওয়ার কথা সামনে এসেছিল—মার্তিন জুবিমেন্দি ও ফ্লোরিয়ান ভির্টৎস।
এর মধ্যে জুবিমেন্দিকে দলে টানার ব্যাপারে আর্সেনাল নাকি অনেক দূর এগিয়ে গেছে। যে কারণে আলোনসোর পুরো মনোযোগ এখন ভির্টৎসের ওপর। যেকোনো মূল্যে তাঁকে দলে টেনে রিয়াল মিডফিল্ডের শক্তি বাড়াতে চান জাবি।
শেষ হতে যাওয়া মৌসুমে মিডফিল্ডে ব্যাপকভাবে ভুগেছে রিয়াল। টনি ক্রুস অবসর নিয়েছেন আগেই। লুকা মদরিচের পারফরম্যান্সেও বয়স এবং ছন্দহীনতা স্পষ্ট। ফলে নতুন মৌসুমে শক্তিশালী মিডফিল্ড গড়তে নতুন খেলোয়াড় কেনার বিকল্প নেই রিয়ালের। আর সে জন্য তরুণ, প্রাণবন্ত এবং লম্বা সময় থাকতে পারবেন, এমন কাউকেই চান জাবি। যেখানে তাঁর প্রথম পছন্দ ২২ বছর বয়সী ভির্টৎস।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মদরিচ হয়তো রিয়ালে আরও এক মৌসুম থাকবেন। আলোনসোও চান মদরিচ থাকুক। তবে সেপ্টেম্বরে ৪০ পেরোতে যাওয়া এই ক্রোয়াট তারকাকে পুরো মৌসুম এবং পুরো ৯০ মিনিট খেলানোর বাস্তবতা নেই।
শেষ হতে চলা মৌসুমে মাত্র ৯ লিগ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন এবং চ্যাম্পিয়নস লিগে ১৪ ম্যাচের মধ্যে মাত্র ১ ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন। আগামী মৌসুমে নিশ্চিতভাবে এই পরিসংখ্যানে আরও নিম্নগামী হবে।
যে কারণে দলের মূল মিডফিল্ডার হিসেবে ভির্টৎসকে দেখতে চান আলোনসো। তবে ভির্টৎসকে পাওয়া রিয়ালের জন্য সহজ হবে না। এরই মধ্যে বায়ার্ন মিউনিখও নাকি তাঁকে কেনার ব্যাপারে আগ্রহী। পাশাপাশি সময়ের অন্যতম সেরা এই মিডফিল্ডারকে পেতে খরচ করতে হতে পারে প্রায় ১৪ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা।
এ পরিস্থিতিতে রিয়াল ও আলোনসো যদি ভির্টৎসকে কেনার ব্যাপারে একমত হয়, তবে বায়ার্নের জন্য তাঁকে কেনা কঠিন। ভির্টৎসের এ পর্যায়ের আসার পেছনে বড় অবদান আলোনসোর।
লেভারকুসেনে আলোনসোর অধীনেই নিজেকে চিনিয়েছেন এই মিডফিল্ডার এবং আলোনসোর সঙ্গে মিলেই জিতেছে বুন্দেসলিগা শিরোপাসহ একাধিক ট্রফি। এখন রিয়ালের জার্সিতেও আলোনসোর অধীনে একই কাজ করে দেখাতে চাইবেন এই জার্মান মিডফিল্ডার।
শেষ পর্যন্ত ভির্টস রিয়ালে এলে সেটি দলটির মিডফিল্ডেও নতুন প্রাণ নিয়ে আসবে। সাধারণত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও ইনভার্টেড উইঙ্গার হিসেবে দারুণ কিছু করার সামর্থ্য আছে তাঁর। পাশাপাশি পাসিং এবং শট নেওয়ার দিক থেকে বৈচিত্র্য আনতে পারবেন তিনি। এমনকি আলোনসো কৌশলের প্রয়োজনে তাঁকে অনেকে ফলস নাইন হিসেবেও খেলাতে পারেন।