রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগো
রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগো

গেলেন ক্লাব বিশ্বকাপ খেলতে, জানালা দিয়ে দেখলেন বিয়ের অনুষ্ঠান

ফ্লোরিডার বিলাসবহুল হোটেল, রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্প। কিন্তু আশপাশে ফুটবলের নামগন্ধও নেই। হোটেলে ঢুকে রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগো জানালা দিয়ে দেখেন, চারপাশ বিয়েবাড়ির মতো সাজানো। শুধু সাজানোই নয়, সত্যি সত্যি বিয়ে চলছে! ঘটনা কী?

রোববার থেকে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে রিয়াল মাদ্রিদ ক্যাম্প করেছে ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসের ‘দ্য গার্ডেনস নর্থ কান্ট্রি ডিস্ট্রিক্ট পার্ক’-এ। পুরো আমেরিকাতেই জায়গাটা বিখ্যাত বিয়ে আয়োজনের জন্য। সারা বছরই সেখানে কোনো না কোনো বিয়ের অনুষ্ঠান লেগে থাকে। আর সেটারই হাতেনাতে প্রমাণ পেলেন রদ্রিগো!

রদ্রিগোর ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের ভিডিও

হোটেলে ঢুকেই নিজের রুমের জানালা দিয়ে উঁকি মেরে দেখেন এক জমকালো বিয়ের অনুষ্ঠান চলছে! মুঠোফোন বের করে সেটার ভিডিও করে ফেললেন সঙ্গে সঙ্গে। তারপর ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও দিয়ে লিখলেন, ‘এইমাত্র মায়ামিতে পৌঁছালাম, হোটেলের জানালা দিয়ে একটা বিয়ে দেখছি!’

হোটেলের লিফটে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা

রিয়াল মাদ্রিদের ম্যাচ কবে

২০২৪-২৫ মৌসুমের হতাশা ভুলে ১৫ বারের ইউরোপ–সেরা রিয়াল মাদ্রিদ নতুন করে শুরু করতে চায় ক্লাব বিশ্বকাপ দিয়ে। ১৮ জুন হার্ড রক স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ নিজেদের প্রথম ম্যাচ খেলবে সৌদি আরবের ক্লাব আল হিলালের বিপক্ষে।

রদ্রিগো কি খেলবেন সেই ম্যাচে

শোনা যাচ্ছে, এই ম্যাচে রদ্রিগো রিয়ালের শুরুর একাদশে না–ও থাকতে পারেন। কোচ জাবি আলোনসো নাকি এমবাপ্পে আর ভিনিসিয়ুসকে দুই স্ট্রাইকার হিসেবে খেলাবেন, আর জুড বেলিংহাম খেলবেন ১০ নম্বর পজিশনে। সেটাই যদি হয়, তাহলে রদ্রিগোকে হয়তো হোটেল রুমে বসে আরও কিছু বিয়ের অনুষ্ঠান দেখতে হবে।

রিয়াল ছেড়ে আর্সেনালে চলে যেতে পারেন রদ্রিগো

কী আছে রদ্রিগোর ভাগ্যে

অবশ্য সুযোগ পেলে রদ্রিগো চাইবেন নিজেকে উজাড় করে দিয়ে ক্লাব বিশ্বকাপ রাঙাতে। রিয়ালের জার্সি গায়ে এটাই হতে পারে তাঁর শেষ টুর্নামেন্ট। শোনা যাচ্ছে, আগামী মৌসুম শুরুর আগেই তাঁকে আর্সেনালের কাছে বিক্রি করে দিতে পারে রিয়াল। দুই ক্লাবের কথাবার্তাও নাকি এরই মধ্যে বেশ এগিয়েছে।