ফাহামিদুল ইসলাম
ফাহামিদুল ইসলাম

ফাহামিদুলের ‘দ্বিতীয় পরীক্ষা’ নিতে চান কোচ কাবরেরা

ভারত ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাঁকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা।

যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের মুণ্ডুপাতে মাতেন সমর্থকেরা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সভায় সেই ফাহামিদুলকে নিয়ে চলে আলোচনা।

সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম সাংবাদিকদের কাছে আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ‘সভায় ভারত ম্যাচ নিয়ে অনেক আলোচনা হয়েছে। সামনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেটি নিয়েও কথা হয়েছে। এরপর আমরা কোচকে বলেছি, ফাহামিদুলকে দলে রাখার বিষয়টি বিবেচনা করে দেখতে। এখন কোচ কী করবেন, সেটা তাঁর ব্যাপার।’

বাফুফে ভবনে আজ জাতীয় দল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

বাফুফে সূত্রে জানা গেছে, কমিটির বেশ কয়েকজন সদস্য সভায় ফাহামিদুলকে বাদ দেওয়ার কারণ কোচ কাবরেরার কাছে জানতে চান। কাবরেরা উত্তরে বলেছিলেন, ফাহামিদুলকে আবার ক্যাম্পে ডাকা হবে। এই কথার অর্থ দাঁড়াচ্ছে, ফাহামিদুলের দ্বিতীয় পরীক্ষা নিতে চান কাবরেরা।

ফাহামিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে। সিরি ডিতে ‘জি’ গ্রুপে রয়েছে ক্লাবটি। এর আগে ফাহামিদুল ছিলেন একই স্তরের ক্লাব লিগোরনা ও লিভোরনোতে।

সভায় আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের কমিটি। এর একটি ১০ জুন এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে ৩১ মে থেকে হামজাদের ক্যাম্প শুরু করা। দ্বিতীয়টি ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলা।

জাতীয় দল কমিটির সদস্যদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়েছে কোচ কাবরেরাকে

প্রস্তুতি ম্যাচ সুদানের বিপক্ষে হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন আমিরুল ইসলাম, ‘৩১ মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। আর ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে বাফুফে। আমরা সুদান আর ভুটানকে প্রস্তুতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছি। তবে সুদানের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে।’

এ ছাড়া ভবিষ্যতে যেন জাতীয় দলের স্কোয়াড নির্বাচনের প্রক্রিয়া নিখুঁত হয়, সে জন্য ন্যাশনাল টিমস সিলেকশন কমিটি করার প্রস্তাবও দেওয়া হয়েছে আজকের সভায়।