টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে গোটা ভারত। রোহিত-কোহলিদের শিরোপা উৎসবের ঢেউ ছড়িয়ে পড়েছে ভারতের অলিগলিতেও। আর আজ ভোরে কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচ জিতে শেষ আটের প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। চোটের কারণে মাঠে না থাকলেও বেঞ্চ থেকে দলের উদ্যাপনে শামিল হয়েছে লিওনেল মেসি। ভারতের বিশ্বকাপ জয় ও আর্জেন্টিনার ম্যাচ জয়ের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—