আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতার পর স্টাম্প নিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির নাচ এখন ভাইরাল। ফাইনালের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
গ্লেন ফিলিপস এবং চোখ ধাঁধানো ক্যাচ এখন যেন সমার্থক। কাল চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আরেকটি অবিশ্বাস্য কাচে শুবমান গিলকে ফিরিয়েছেন ফিলিপসরোহিত–কোহলি–শামিরা চ্যাম্পিয়নস ট্রফি জেতায় ভারতজুড়ে বইছে খুশির জোয়ার। ছবিটি ভারতের পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড়ে রাজপথেরবিরাট কোহলিকে এভাবেই অভিনন্দন জানান তাঁর বলিউড অভিনেত্রী স্ত্রী আনুশকা শর্মাপিচের মাঝে ট্রফি রেখে হার্দিক পান্ডিয়ার সেই ‘আইকনিক পোজ’অক্ষর প্যাটেলের কাছে ট্রফিটা যেন কোলের সন্তানের মতোই প্রিয়আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলির চতুর্থ বৈশ্বিক শিরোপা হলেও মোহাম্মদ শামির জন্য প্রথম। বিশেষ রাতে পরিবারকে মাঠে নিয়ে গিয়েছিলেন শামি। এ সময় শামির মায়ের সঙ্গে ছবি তোলেন বিরাট কোহলি ভারতকে জিতিয়ে মাঠ ছাড়ার সময় দুচোখ বুজে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন লোকেশ রাহুল। তাঁর শ্বশুর বলিউড অভিনেতা সুনীল শেঠি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ভারতের আকাঙ্ক্ষা!!!! রাহুলের আদেশ....’বিরাট কোহলিকে বিখ্যাত সাদা জ্যাকেট পরিয়ে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনিফাইনালে দল হেরে গেলেও চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রর হাতেপিচের মাঝে বসে ট্রফিতে চুম্বন—রোহিতের সুখের মুহূর্তচ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতীয় দলের বাঁধনহারা উচ্ছ্বাসচ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর স্টাম্প নিয়ে গুজরাট অঞ্চলের লোকনৃত্য শুরু করে দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, যেটি ‘ডান্ডিয়া রাস’ নামে পরিচিত। দুই কিংবদন্তির নাচের দৃশ্যকে ফাইনালের সেরা মুহূর্ত বলা হচ্ছে