কাকে ‘খুব ভালোবাসি’ বললেন জাভি

হোলি উৎসবে আবিরমাখা লিটন দাস ও বীরেন্দর শেবাগ। মাছ শিকারে জাল কাঁধে রিচার্লিসন। জাভি হার্নান্দেজের বিবাহবার্ষিকী। মাঠের বাইরে অন্য রকম সময় রাচিন রবীন্দ্রর। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়াজগতের তারকাদের নির্বাচিত ছবি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ছবিটি পোস্ট করে সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন লিটন দাস। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে হোলির শুভেচ্ছা।’
 ইনস্টাগ্রাম
হোলির দিনে আবির মেখে রঙিন বীরেন্দর শেবাগ। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘রঙের ছটা আপনাদের জীবনকে আরও উজ্জ্বল করুক। ভালোবাসা এবং স্মরণীয় স্মৃতি থাকুক
আইপিএলের আগে চুলে নতুন ছাঁট দিয়েছেন বিরাট কোহলি। তাঁর দীর্ঘদিনের চুলসজ্জাকারী আলিম হাকিম নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘দ্যা গোট এনার্জি।’
দুই মেয়েকে নিয়ে গোলাপি পোশাকে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। নিজের ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে সেরেনা লিখেছেন, ‘মেয়েদের সঙ্গে সবকিছুই গোলাপি।’
পরিবারের সঙ্গে এ ছবিটি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন তাসকিন আহমেদ
বিয়ের ১৩ বছর পূর্তি উপলক্ষে স্পেন কিংবদন্তি জাভি হার্নান্দেজ বউকে চুমু খাওয়ার এ ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘১৩ বছরের আনন্দময় যাত্রা এবং চিরন্তন হওয়ার আশা। তোমাকে খুব ভালোবাসি।’
মাছ শিকারে মন দিয়েছেন টটেনহাম স্ট্রাইকার রিচার্লিসন। জাল কাঁধে এ ছবিটি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে