ইংল্যান্ডকে হারানোর পর রশিদ খানের ভিন্ন চেহারা

রশিদ খান দেখা দিলেন ভিন্ন মুডে। ওয়াহাব রিয়াজ ব্যস্ত ক্যামেরার সামনে। মোহাম্মদ শামি গেলেন মাছ ধরতে। আর মালদ্বীপে অবকাশ যাপন করছেন এডেন হ্যাজার্ড।
চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকলেও দারুণ সময়ই কাটাচ্ছেন সূর্যকুমার যাদব। নইলে তো ‘ভালো সময় উপভোগ করো’ এমন ক্যাপশন লিখতেন না!
একাদশে সুযোগ পাচ্ছেন না। অনুশীলনে ফুটবল খেলেই সময় কাটাচ্ছেন নাকি ঋষভ পন্ত!
মালদ্বীপে এসে অবসর সময় কাটাচ্ছেন ৩২ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়া বেলজিয়ান ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান দল নেই। তবে পাকিস্তানের সাবেক পেসার ওয়াহাব রিয়াজ থাকছেন। দায়িত্ব যে বল হাতে না, জিও হটস্টারের বুম হাতে
বিয়েবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে ভারতীয় পেসার শার্দুল ঠাকুর
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে বালিকা বিভাগে শিরোপাজয়ী সাঁথিয়ার জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলোয়াড়দের উচ্ছ্বাস
দল এখন সেমিফাইনালে। অবসরে সময়ে অন্য কাজ তো করাই যায়। ভারতীয় পেসার মোহাম্মদ শামি সেই সুযোগে মাছ ধরতেই নেমে গেলেন
গতরাতেই ইংল্যান্ডকে হারিয়েছেন। আজ একটু অন্য মুডেই ইনস্টাগ্রামে হাজির হতেই তো পারেন রশিদ খান