ফটো ফিচার

উড়ন্ত ভিনিসিয়ুস, লিটনের উপভোগ

ব্যাট হাতে গ্লোবাল টি-টোয়েন্টিতে অম্ল-মধুর সময় কাটছে লিটনের। তবে মাঠের বাইরে বেশ উপভোগ্য সময় কাটাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পোলার্ড। মাল্টার কোমোনি আইল্যান্ডে দারুণ সময় কাটাচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি ইকার ক্যাসিয়াস। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
খেলা ছেড়েছেন অনেক দিন, তবে বলটা এখনো ছাড়তে পারেননি টেস্ট ক্রিকেটে ৬১৯ উইকেটের মালিক অনিল কুম্বলে
রশিদ খান তাহলে খেলা ছাড়াও থাকেন! কয়েক দিন আগেই দ্য হানড্রেড থেকে নাম প্রত্যাহার করেছেন। সেই ছুটির সময় মাঠের বাইরে সময়টা ভালোই কাটাচ্ছেন এই স্পিনার। সমর্থকদের ‘জুম্মা মোবারক’ জানিয়েছেন রশিদ
সবেমাত্র মেজর লিগ ক্রিকেটের শিরোপা জিতেছেন। সেই উৎসব শেষ হতে না হতেই বড় মেয়ের দশম জন্মদিনের উৎসবে কাইরন পোলার্ড
মাল্টার কোমোনি আইল্যান্ডে কেমন কাটছে স্প্যানিশ কিংবদন্তি ইকার ক্যাসিয়াসের? সেটা তিনি একটা শব্দেই ব্যাখ্যা করেছেন—‘দুর্দান্ত’
গ্লোবাল টি-টোয়েন্টিতে লিটনের মাঠের সময়টা কাটছে ভালো-মন্দ মিলিয়ে। তবে মাঠের বাইরের সময়টা সতীর্থদের নিয়ে কিন্তু বেশ উপভোগই করছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান
ভিনিসিয়ুস জুনিয়র যেন উড়ছেন! সেটা মাঠে হোক বা মাঠের বাইরে