রোমাঞ্চকর জয় শেষে যুবাদের খুনসুটি, ছুটির আমেজে ফুটবল তারকারা
খেলা ডেস্ক
প্রয়াত দিয়োগো জোতাকে স্মরণ হংকংয়ের লিভারপুল সমর্থকদের। আজকের প্রীতি ম্যাচটি অবশ্য এসি মিলানের কাছে ৪–২ গোলে হেরে গেছে লিভারপুলরোনালদিনিওর সঙ্গে দেখা করে বেজায় খুশি ব্রাজিলের নতুন তারকা এনদ্রিক
বিজ্ঞাপন
ফুটবল থেকে আপাতত ছুটি, সপরিবারেই সময়টা উপভোগ করছেন ইংলিশ ফুটবল তারকা জ্যাক গ্রিলিশ
বিজ্ঞাপন
সিঙ্গাপুরে চলছে ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানেই আজ মেক্সিকান ডাইভার রান্দাল উইয়ার্স ভালদেজকে পানির নিচে এমনভাবে আবিষ্কার করলেন ফটোগ্রাফার‘হাসি ছাড়া জীবন?
অসম্ভব! হাসি আমাদের মনের খোঁপে যেন ভালোবাসার মধু ঢেলে দেয়'—হাসিমুখেই ছবি তুলে এমন ক্যাপশন দিলেন বাংলাদেশের নারী ফুটবলার মাসুরা পারভীনগোল দেওয়ার তাড়া নেই, ছুটি কাটাতে ইতালির সার্দিনিয়ায় তাই নির্ভার আর্লিং হলান্ডকেই পাওয়া গেলবাবার সঙ্গে ব্রাজিল কিংবদন্তি রোনালদো‘যেতে নাহি দিব হায়’—ব্রিটিশ অ্যান্ড আইরিশ লায়নসের হুগো কিনানকে আটকানোর কী চেষ্টাটাই না করলেন অস্ট্রেলিয়ার লেন ইকিতাউ। রাগবি ম্যাচটি হয়েছে কোথায় জানেন, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেদক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের আরেকটি উইকেটের পতন, বাংলাদেশের যুবাদের আরেকটু বাড়তি উল্লাস। আজ হারারেতে ত্রিদেশীয় সিরিজেনাটকীয়ভাবে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলকে ১ উইকেটে জেতানো সামিউন বাসীরের (বাঁয়ে) সঙ্গে একটু মজা করে নিলেন এক সতীর্থ। আজ হারারেতে