Thank you for trying Sticky AMP!!

তাসকিনের শান্তি আর নিজের নামের স্টেডিয়াম উদ্বোধন হাকিমির

জিমে ঘাম ঝরাচ্ছেন তাসকিন আহমেদ। মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি গেছেন নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করতে। কীভাবে শান্তিতে থাকতে হবে, জানাচ্ছেন দানি আলভেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
ছবিটি পোস্ট করে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ দার্শনিকসুলভ কথাই লিখেছেন। বার্সেলোনার সাবেক তারকা পরামর্শ দিয়েছেন, যা আপনাকে বিরক্ত করে, তা এড়িয়ে চলতে হবে
জাপানি ক্লাব ভিসেল কোবের হয়ে নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা
জয় ও পোস্ট অক্ষত রাখা—এমন ক্যাপশন দিয়ে নিজের এই ছবি দিয়েছেন পিএসজির স্প্যানিশ তারকা সের্হিও রামোস। গতকাল রাতের ম্যাচে ২-০ গোলে জিতেছে পিএসজি
নিজের নাম, জার্সির রং ও নম্বরসংবলিত কন্ট্রোলার হাতে লিভারপুলের উরুগুইয়ান তারকা দারউইন নুনিয়েজ। লিভারপুল ও উরুগুয়ে—দুটি দলের রঙেই রাঙানো কন্ট্রোলার দেখা যাচ্ছে এই স্ট্রাইকারের হাতে
বেন স্টোকসের ঘোরাঘুরি যেন শেষই হচ্ছে না। এবার এই ছবি পোস্ট করে নিজের ভ্রমণকে দুটি ইমোজিতে চিহ্নিত করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ভ্রমণের এ পর্যায়ে পরিবার নিয়ে রোদ থেকে মেঘ-বৃষ্টির দেশে এসেছেন স্টোকস
মরক্কোর আল-কেবির অঞ্চলে নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করার সময় ছবিটি তুলেছেন দেশটির তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তাঁর নামে স্টেডিয়াম করায় সম্মানিত বোধ করছেন জানিয়ে হাকিমি লিখেছেন, ‘আমার প্রতি সমর্থন ও ভালোবাসার জন্য আমি কর্তৃপক্ষ আর এখানকার মানুষকে ধন্যবাদ জানাই। স্থানটি আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে’
কঠিন পরিশ্রম মানেই শান্তি—এমন বার্তা দিয়ে ছবিটি পোস্ট করেছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। বর্তমানে বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি