Thank you for trying Sticky AMP!!

ওয়ার্নারের ৩টি ব্যাট চুরি গেছে

দিল্লি ক্যাপিটালস দলে চুরি, খোয়া গেছে ১৬টি ব্যাট

সময় খারাপ গেলে বোধ হয় এমনই হয়। দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলের শুরুতেই টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট তালিকার একেবারে নিচে। সৌরভ গাঙ্গুলীর মতো পরামর্শক, রিকি পন্টিংয়ের মতো কোচ ডাগ–আউটে থাকার পরও দিল্লির কিছুতেই কিছু হচ্ছে না। এর মধ্যেই মাঠের বাইরে বড় এক ধাক্কা খেল দিল্লি। দিল্লি বিমানবন্দরে দলের লাগেজ থেকে ব্যাট, প্যাড, গ্লাভসসহ নানা ধরনের ক্রীড়া সরঞ্জাম চুরি গেছে। এর মধ্যে ব্যাটই খোয়া গেছে ১৬টি। ডেভিড ওয়ার্নারের তিনটি, মিচেল মার্শের দুটি ও ফিল সল্টের তিনটি ব্যাট চুরি হয়েছে।

Also Read: মোস্তাফিজদের দিল্লি কেন হেরেই চলেছে

দিল্লির পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। তারা সর্বশেষ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। বেঙ্গালুরু থেকে বিমানে করে দিল্লি ফেরার সময়ই এ ঘটনা। ক্যাপিটালসের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষ বরাবর চিঠি লিখে অভিযোগও করা হয়েছে। প্রত্যেক ক্রিকেটারই নিজেদের কিট ব্যাগ পাওয়ার পর দেখেন, তাঁদের কোনো না কোনো সরঞ্জাম হারিয়ে গেছে।

সময়টা ভালো যাচ্ছে না দিল্লির

সাধারণত দিল্লির ক্রিকেটারদের সরঞ্জাম বহনের দায়িত্বে আছে একটি নির্দিষ্ট সংস্থা। ক্রিকেটাররা এক শহর থেকে অন্য শহরে যাওয়ার আগে নিজেদের হোটেলকক্ষের বাইরে সরঞ্জাম গুছিয়ে রেখে দেন। সংস্থাটি পরে গন্তব্যে খেলোয়াড়দের কক্ষের সামনে সেই সরঞ্জাম সাজিয়ে রাখেন। খেলোয়াড়েরা তারপর যাঁর যাঁর মালপত্র বুঝে নেন। এবারও সেটিই হয়েছে। চুরিটা বিমানবন্দরেই হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Also Read: আবারও দলের বাইরে মোস্তাফিজ, দিল্লি হারল টানা ৩ ম্যাচে

এমন ঘটনায় গোটা দলই হতভম্ব। দিল্লি ক্যাপিটালসের এক কর্মকর্তা ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘দলের খেলোয়াড়েরা অবাক। সবারই কিট ব্যাগ থেকে কিছু না কিছু খোয়া গেছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানানো হয়েছে পুলিশকে। পুরো বিষয়টিই তদন্ত করে দেখা হচ্ছে।’

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসই একমাত্র দল, যারা এখনো কোনো ম্যাচে জেতেনি।