ফটো ফিচার

সাঁতারই নাদালের কাজ, গলফ কোর্সে ব্যস্ত অ্যান্ডারসন

রাফায়েল নাদাল নিজেকে ফিট রাখার জন্য সাঁতার কাটছেন আর গলফ কোর্সে সময় কাটাচ্ছেন জেমস অ্যান্ডারসন। সামাজিক যোগাযোগমাধ্যমে খেলার জগতের তারকাদের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
মেয়েদের যে খুব ভালোবাসেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে সেটিরই জানান দেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার
মিতালি রাজ বরাবরই ফ্যাশন–প্রিয়। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে ঢুঁ মারলেই তা বোঝা যায়
খোলা মাঠে কী করছেন মারনাস লাবুশেন! সেটি ঠিক জানাননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান
আপাতত ক্রিকেট খেলায় ব্যস্ততা নেই। ধারাভাষ্যেই যা ব্যস্ত জেমস অ্যান্ডারসন। এর ফাঁকে গলফ কোর্সে তাঁর সঙ্গী কদিন আগে অবসরে যাওয়া স্টুয়ার্ট ব্রড
কোথায়, কোন লেকে সাঁতার কাটছেন রাফায়েল নাদাল? ছবিটি দিয়ে শুধু লিখেছেন, ‘কাজ করছি।’