তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত–সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার–ইনস্টাগ্রামে কার কতো ফলোয়ার—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার। যাতে নববর্ষ পালন করতে ভারতীয় অফ স্পিনার হরভজন সিংয়র বিশেষ সাজ আছে, আছে সপরিবার পয়লা বৈশাখের সাজে নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে...ইয়া বড় একটা বার্গার নিয়ে ফুটবলার লিওনেল মেসিও।
