
বিশ্ব জুনিয়র টেনিসের প্রাক্–বাছাইয়ে (অনূর্ধ্ব-১৪) এশিয়া অঞ্চলের খেলায় আগে কখনো কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। এবার সেমিফাইনালে পৌঁছেছিল।
বাহরাইনে ২১ দেশের প্রতিযোগিতায় বুধবার রাতে সৌদি আরবকে হারিয়ে প্রথমবার বাংলাদেশ শীর্ষ আটে জায়গা পায়। পরদিন ফিলিপাইনকে হারিয়ে বাংলাদেশ ওঠে সেমিফাইনালে। তবে আজ সেমিফাইনালে হংকংয়ের কাছে ২-০ ব্যবধানে হেরে যাওয়ায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে। সেই ম্যাচ আগামীকাল শনিবার।
প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী, শীর্ষ চারটি দল আগামী ৪ থেকে ৯ আগস্ট চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের টিকিট পাবে বলে জানিয়েছিল বাংলাদেশ টেনিস ফেডারেশন। তবে চূড়ান্ত পর্বের আগে আরেকটি ধাপ আছে। এই প্রাক্–বাছাই পর্ব থেকে দুটি দল উঠবে সেই ধাপে, যেটি এশিয়ার মূল বাছাইপর্ব। এরপর মূল বাছাই থেকে চূড়ান্ত পর্বে যাবে চারটি দল।
এ ব্যাপারে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আজ বলেছেন, ‘আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) আমাদের যে বাইলজ পাঠিয়েছে, তাতে চারটি দল যাবে পরের রাউন্ডে। তবে বাইরাইনে বাংলাদেশ অধিনায়কের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, আসলে এই পর্ব থেকে দুটি দল যাবে পরের ধাপে।’