অন্য রকম পোশাকে লামিনে ইয়ামাল। সন্তানদের সঙ্গে লিওনেল মেসির উদ্যাপন। জলকেলিতে মত্ত হার্দিক পান্ডিয়া। ঘাম ঝরাচ্ছেন আর্লিং হলান্ড এবং ভিন্ন রূপে সেরেনা উইলিয়ামস। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
পিএসএল খেলতে বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন এখন পাকিস্তানে। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামার আগে আজ ফুটবল খেলে নিজেকে ঝালিয়ে নিলেন এই লেগ স্পিনার।অবকাশে সন্তানদের সঙ্গে জলকেলিতে মেতেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া
বিজ্ঞাপন
ছবিই বলে দিচ্ছে সাবেক ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের সময়টা এখন বেশ ভালোই কাটছে
বিজ্ঞাপন
এই ছবি পোস্ট দিয়ে ক্যাপশনে কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস লিখেছেন, ‘কিছু সুন্দর ফুলের মধ্যে বসে আছি।’বাজে সময় কাটাতে এভাবেই ঘাম ঝরিয়ে নিজেকে প্রস্তুত করছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ডহাস্যোজ্জ্বল ছবিটা পোস্ট করেছেন ভারতের নারী ক্রিকেট দলের খেলোয়াড় হারলিন দেওল। ক্যাপশনে লিখেছেন, ‘তেমন কিছু না। পাহাড় আমার মুখে হাসি ফুটিয়েছে।’ ক্যারিয়ারে অসংখ্যবার গোল উদ্যাপন করেছেন লিওনেল মেসি। তবে সন্তানদের সঙ্গে উদ্যাপন নিশ্চিতভাবে বিশেষ কিছু। ছেলেদের সঙ্গে মেসির গোল উদ্যাপনের ছবিটা পোস্ট করেছেন তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোওলামিনে ইয়ামালের পরা গোলাপি রঙের জামার ছবিটা সতীর্থ রোনাল্ড আরাউহোর ভিডিও থেকে নেওয়া। ইয়ামালের এই জামা নিয়ে মজা করে আরাউহো বলেছেন, ‘লামিনেকে দেখুন! সে আমার মেয়ের জ্যাকেট পরেছে। সে আইতানার জ্যাকেট পরেছে।’