Thank you for trying Sticky AMP!!

ছবিতে ক্রীড়াঙ্গনের মিলনমেলার গল্প

সিটি গ্রুপ-প্রথম আলো ২০২২–২০২৩ ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে আজ বসেছিল তারার মেলা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের পদচারণায় মুখর ছিল হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুম। অনুষ্ঠানের নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
লাল গালিচায় দাঁড়িয়ে ক্রীড়া পুরস্কার নিয়ে নিজের অভিমত তুলে ধরেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান
কিংবদন্তি কাজী সালাহউদ্দিনের হাতে ২০২৩ সালের আজীবন সম্মাননা তুলে দেন সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী, উত্তরীয় পরিয়ে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
ক্রীড়াঙ্গনের মিলনমেলায় ছিলেন বিনোদন জগতের তারকারাও। গান গেয়ে শোনান অভিনেতা চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী রাহুল আনন্দ
মেহেদী হাসান মিরাজ, ইমরানুর রহমানের মনোযোগ তখন পুরস্কার মঞ্চের দিকে
বাংলাদেশ নারী দলকে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতানো কোচ গোলাম রব্বানীর (ডানে) সঙ্গে মোহামেডান কোচ আলফাজ আহমেদ
২০২২ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার নিতে এসে সতীর্থদেরও মঞ্চে ডেকে নেন বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন
এক ফ্রেমে বর্ষসেরার স্বীকৃতি পাওয়ারা
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা শুধু ভালোই খেলেন না, ভালো গানও গান
পুরস্কারের মঞ্চে রসিকতায় মেতে ওঠেন জাতীয় ক্রিকেট দলের সতীর্থ লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ
যুক্তরাষ্ট্রে থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি সাকিব আল হাসান। পাঠকদের ভোটে ২০২২ সালের সেরা ক্রীড়াবিদের পুরস্কার জেতা সাকিব ভিডিও বার্তায় নিজের অনুভূতি জানান
অনুষ্ঠান শুরুর আগে ফ্রেমবন্দী বসুন্ধরা কিংসের ফুটবলাররা
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র
অনুষ্ঠান মঞ্চে জুরিবোর্ডের ৪ সদস্য (বাঁ থেকে) দুলাল মাহমুদ, আশরাফউদ্দিন, মাহফুজা খাতুন শিলা ও আতহার আলী খান
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বসেছিল ক্রীড়াঙ্গনের মিলনমেলা