
দুই দলের শক্তি-সামর্থ্যে পার্থক্য অনেক। সাম্প্রতিক পারফরম্যান্সেও ইউরোপিয়ান পরাশক্তি বায়ার্ন মিউনিখের বিপরীতে ফ্ল্যামেঙ্গো খুব বড় কোনো নাম নয়। তবু ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচের আগে ফ্ল্যামেঙ্গোকে সমীহ করেছেন অনেকে। গ্রুপপর্বে চেলসিকে হারিয়ে শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিলের ক্লাবটি। বায়ার্নকেও তাই সতর্ক থাকতে হয়েছিল ফ্ল্যামেঙ্গোকে নিয়ে।
তবে শেষ পর্যন্ত ভালো খেলেও আর কোনো অঘটনের জন্ম দিতে পারেনি ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলিয়ান ক্লাবটিকে ৪-২ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। শেষ আটে বায়ার্নের প্রতিপক্ষ পিএসজি। যারা একই দিনের অন্য ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। বায়ার্নের জয়ে জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আর একটি করে গোল এরিক পুলগার এবং লিওন গোরেৎজকার। ফ্ল্যামেঙ্গোর হয়ে গোল শোধ করেছেন গেরসন ও জর্জিনিও।
বায়ার্ন দুই গোলের ব্যবধানে জিতলেও ম্যাচের প্রকৃত চিত্র কিন্তু ভিন্ন ছিল। ম্যাচজুড়ে বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে বায়ার্নের চেয়ে এগিয়েই ছিল ফ্ল্যামেঙ্গো। ৫১ শতাংশ বলের দখল রেখে ফ্ল্যামেঙ্গো ১২ শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে।
বিপরীতে ৪৯ শতাংশ বলের দখল রাখা বায়ার্ন ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি। মূলত ফাইনাল থার্ডে ভীতি ছড়ানো এবং ফিনিশিংয়েই বায়ার্নের চেয়ে পিছিয়ে ছিল ফ্ল্যামেঙ্গো। পাশাপাশি বায়ার্নের আক্রমণের মুখে বারবার খেই হারানো রক্ষণের ভুলও হয়েছে ফ্ল্যামেঙ্গোর হারের কারণ। যা শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে তাদের বিদায়ের কারণও হয়েছে।
ম্যাচ শেষে ভুল স্বীকার করে ফ্ল্যামেঙ্গোর ব্রাজিলিয়ান কোচ ফিলিপে লুইস বলেছেন, ‘আমাদের উচিত প্রতিপক্ষের শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নেওয়া। তারা খুবই ভালো খেলেছে। আমরা আগেই এমন কিছু ধারণা করেছিলাম। এই পর্যায়ে সামান্য একটি ভুলই মারাত্মক হতে পারে। যারা এগিয়ে যাওয়ার যোগ্য ছিল, তারাই এগিয়ে গেছে।’
অন্য দিকে ম্যাচটা কঠিন ছিল উল্লেখ করে বায়ার্নের জয়ের নায়ক হ্যারি কেইন বলেছেন, ‘দারুণ একটা দলের বিপক্ষে ম্যাচটা অনেক কঠিন ছিল। আমার ধারণা ম্যাচে লম্বা সময় ধরে আমরা ভালো খেলেছি। কিন্তু বারবার তারা ফিরে আসার চেষ্টা করেছে। তারা ম্যাচটাকে আমাদের জন্য কঠিন করে তুলেছিল।’
শেষ আটে পিএসজির মুখোমুখি হওয়া নিয়ে কেইন আরও বলেন, ‘সামনে পিএসজির বিপক্ষে আরেকটি কঠিন ম্যাচ আমাদের জন্য অপেক্ষা করছে। তারা অবিশ্বাস্য একটি দল।’
বায়ার্ন-পিএসজি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শনিবার রাত ১০টায়।