অন্য তিন গ্র্যান্ড স্লামে একবার করে রানারআপ হলেও উইম্বলডনে আলেক্সান্দার জভেরেভের রেকর্ড মোটেও ভালো নয়। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে ২৮ বছর বয়সী জার্মান তারকা কখনো চতুর্থ রাউন্ডের গণ্ডি টপকাতে পারেননি।
এবার কত দূর যাওয়ার লক্ষ্য নিয়ে লন্ডনে গেছেন, তা জভেরেভই ভালো বলতে পারবেন। তবে আজ যা হলো, তা তিনি দ্রুতই ভুলে যেতে চাইবেন। ফ্রান্সের আর্থার রিন্দারনেখের কাছে হেরে যে ছেলেদের এককের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন জভেরেভ!
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে আজ ৪ ঘণ্টা ৪০ মিনিটের ম্যারাথন লড়াইয়ে তৃতীয় বাছাই জভেরেভকে ৭–৬ (৭/৩), ৬–৭ (৮/১০), ৬–৩, ৬–৭ (৫/৭), ৬–৪ গেমে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ৭২ নম্বরে থাকা রিন্দারনেখ। ২০১৯ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম থেকে এত দ্রুত বিদায় নিলেন জভেরেভ।
ছেলেদের শীর্ষ বাছাই ইয়ানিক সিনার অবশ্য অঘটনের সুযোগ দেননি। ইতালিয়ান এই তারকা আজ ১ ঘণ্টা ৪৮ মিনিটেই স্বদেশি লুকা নার্দিকে ৬-৪, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন।
তবে মেয়েদের এককে অঘটনের শিকার হয়েছেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলা। ইতালির এলিসাবেতা কোচ্চারেত্তোর কাছে ৬-২, ৬-৩ গেমে হেরেছেন মার্কিন তারকা। ২০২৪ সালের ইউএস ওপেনের রানারআপ পেগুলা হেরেছেন বিশ্বের ১১৬ নম্বর খেলোয়াড়ের কাছে। এর আগে কাল বিদায় নিয়েছেন রুশ তারকা দানিল মেদভেদেভ।