Thank you for trying Sticky AMP!!

ভাই-বোনের সঙ্গে শচীন টেন্ডুলকার

টেন্ডুলকারের রাখি উৎসব, রাসেলের রসগোল্লা

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
ওয়েস্ট ইন্ডিজের পথে...। ছবিটি দিয়ে এটাই লিখেছেন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছেন সাব্বির ও সৌম্য সরকার
এমা রাদুকানুর বাবা রোমানিয়ান, মা চাইনিজ। জন্ম কানাডার ওন্টারিওর টরন্টোতে। কিন্তু রাদুকানু বেড়ে উঠেছেন ইংল্যান্ডে, টেনিসও খেলছেন ইংল্যান্ডের খেলোয়াড় হিসেবে। তবে কানাডার ওন্টারিওকে সব সময়ই নিজের প্রথম বাড়ি মনে করেন তিনি। সেখানে গেলে অন্যরকম একটা রোমাঞ্চই অনুভব করেন গত বছরের ইউএস ওপেন জেতা এই টেনিস তারকা
চোটের কারণে মাঠের বাইরে আছেন হার্দিক পান্ডিয়া। ভারত অলরাউন্ডারের সময় কাটছে ছেলে আর স্ত্রীর সঙ্গে বেড়িয়ে
কারোলিনা দিয়াজের সঙ্গে তিন বছরের সংসার কাকার। স্ত্রীকে বড্ড ভালোবাসেন ব্রাজিলের সাবেক ফুটবলার। তাঁকে কতটা ভালোবাসেন—বিয়ে বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে কাটানো একটি মুহূর্তের ছবি দিয়ে তা জানিয়ে দিয়েছেন কাকা
চাই নাকি আন্দ্রে রাসেলের এই রসগোল্লা?
উয়েফা সুপার কাপের ট্রফি হাতে উচ্ছ্বসিত লুকা মদরিচ। চোখ টিপে কী বোঝাতে চেয়েছেন, সেটা অবশ্য বলেননি
রাখিবন্ধন অনুষ্ঠানে বোনের সঙ্গে শচীন টেন্ডুলকার। ছবিটি দিয়ে একটি বিষয় সবাইকে মনে করিয়ে দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার—জীবনের প্রথম ব্যাটটি বোনের কাছ থেকেই উপহার পেয়েছিলেন!