ব্রেট লি এস্তোনিয়ায় কী করেন

নাহিদ রানা যাচ্ছেন পিএসএল খেলতে। গাড়িতে ঘুরছেন হেডেন–মরিসন। ব্রেট লি গেলেন এস্তোনিয়ায়। সিরাজদের দিন কাটে বিমানবন্দর থেকে বিমানবন্দরে।
বাংলাদেশ–জিম্বাবুয়ে সিলেট টেস্ট খেলে একই ফ্লাইটে আতহার আলী খানের সঙ্গে ঢাকায় এসেছেন নাহিদ রানা। উদ্দেশ্য, পিএসএলের জন্য পাকিস্তানে যাওয়া। পেশোয়ার জালমির হয়ে পিএসএল খেলতে যাওয়া নাহিদকে শুভকামনা জানিয়েছেন আতহার।
ফেসবুক
এই ছবি পোস্ট করে বড় ভাই অ্যালেক্সকে ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বার্সেলোনার সাবেক ফুটবলার ও কোচ জাভি হার্নান্দেজ
ম্যাথু হেইডেনের সঙ্গে কোথায় যাচ্ছেন ড্যানি মরিসন? দুজনই এখন আইপিএলে ধারাভাষ্যের জন্য ভারতে আছেন
শচীন টেন্ডুলকারকে ৫২তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রবি শাস্ত্রী
এস্তোনিয়ায় সস্ত্রীক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রেট লি। সাবেক অস্ট্রেলিয়ান পেসার সেটিই জানিয়েছেন ইনস্টাগ্রামে
চলছে আইপিএল। ভারতের এক শহর থেকে আরেক শহরে যেতে মোহাম্মদ সিরাজদের সপ্তাহের একটা অংশ কাটে এভাবে বিমানবন্দর থেকে বিমানবন্দরে
পরিবারের সঙ্গে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটার শবনিম ইসমাইল