ফটো ফিচার

মাহমুদউল্লাহ–নাহিদ রানাদের এই প্রতিযোগিতায় কে জিতলেন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতে দুবাই রওনা হবে বাংলাদেশ দল। টুর্নামেন্ট সামনে রেখে চলছে জোর প্রস্তুতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ মাহমুদউল্লাহ–মুশফিক–নাজমুল–সৌম্য–নাহিদ রানাদের অনুশীলনের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক।
মূলত উইকেটকিপার হলেও বাংলাদেশ দলে খেলতে হবে ফিল্ডার হিসেবে। সে কারণেই বোধ হয় বাউন্ডারির কাছে ফিল্ডিংয়ে এতটা মনোযোগী পারভেজ হোসেন (মাঝে)। লাফিয়ে উঠে বলটা তালুবন্দী করার চেষ্টায়।
ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে চোট পেয়ে গতকাল মাঠ ছেড়েছিলেন সৌম্য সরকার। তবে আঘাত পাওয়া আঙুলে ব্যান্ডেজ লাগিয়ে আজ ফুরফুরে মেজাজেই অনুশীলন করেছেন সৌম্য (ডানে)।
অনুশীলনের ফাঁকে আলোচনায় বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন, অধিনায়ক নাজমুল হোসেন ও পেসার হাসান মাহমুদ। চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ স্কোয়াডে হাসান না থাকলেও তিনি দলের সঙ্গে দুবাইয়ে যাবেন।
কী নিয়ে হাসিঠাট্টায় মেতেছিলেন নাজমুল হোসেন ও মোস্তাফিজুর রহমান, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন।
রাবার ব্যান্ড নিয়ে শারীরিক কসরতে ব্যস্ত ফাস্ট বোলার নাহিদ রানা।
মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, নাহিদ রানাদের মধ্যে এই দৌড় প্রতিযোগিতা যে নিছক মজার ছলে, তা তো বুঝতেই পারছেন।