জেরুজালেম থেকে টেন্ডুলকারের সালাম আর কাতারে ছেলের সঙ্গে আকরাম
খেলা ডেস্ক
শচীন টেন্ডুলকার বেড়াতে গেছেন জেরুজালেমে। আর ওয়াসিম আকরাম কাতারে ভালো সময় কাটিয়েছেন ছেলে আকবর আকরামের সঙ্গে। যোগাযোগমাধ্যমে তারকাদের নির্বাচিত ছবি—
কাল ছিল স্ত্রী পিলার রুবিওর ৪৫তম জন্মদিন। বাড়িতে সন্তানদের নিয়ে তা এভাবেই উদ্যাপন করেছেন পিএসজির স্প্যানিশ ফুটবলার সের্হিও রামোসপোষা কুকুর যখন বালিশ! ইভান রাকতিচের পোষা এ কুকুরটির নাম নুনো। তাঁকে খুব ভালোবাসে কুকরটি, নুনোকে ভালোবাসেন রাকতিচওদুয়ারে কড়া নাড়ছে আরেকটি আইপিএল। আবার শুরু হয়ে গেছে টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের ব্যস্ততা। আন্দ্রে রাসেল তো সেই ফেরিওয়ালাদের একজন। আইপিএল খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়ে ছবিটি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারওয়াসিম আকরাম বেড়াতে গেছেন কাতারে। সেখানে ছেলে আকবর আকরামের সঙ্গে অনেক ভালো সময় কেটেছে বলেই জানালেন কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলারজেরুজালেম গিয়ে বিখ্যাত আল-আকসা মসজিদ দেখতে না গেলে কি চলে! আল-আকসা মসজিদের সামনে দাঁড়িয়ে ছবিটি তুলে তা দিয়েছেন শচীন টেন্ডুলকার। লিখেছেন, ‘জেরুজালেম থেকে সবাইকে আমার সালাম। ’