এই ছবিটা ইনস্টাগ্রামে দিয়েই এলিটাকে ও তারিক কাজীকে নিয়ে উচ্ছ্বাস জামাল ভূঁইয়ার
এই ছবিটা ইনস্টাগ্রামে দিয়েই এলিটাকে ও তারিক কাজীকে নিয়ে উচ্ছ্বাস জামাল ভূঁইয়ার

ফটো ফিচার

এলিটাকে পেয়ে খুশি জামাল, পন্তের বাড়িতে রায়না–হরভজন

গত ডিসেম্বরে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্ত। সেই থেকে ক্রিকেটের বাইরে তিনি। ভারতের অন্যতম সম্ভাবনাময় তারকাকে দেখতে গিয়েছিলেন রায়না, হরভজনরা। কিছুক্ষণ আনন্দময় সময় কাটল পন্তের। ইনস্টাগ্রামে তিনি তুলে ধরলেন সতীর্থদের ভালোবাসার নিদর্শন। সামাজিক যোগাযোগমাধ্যম এমনি করে প্রতিদিন হয়ে ওঠে খেলার জগতের তারকাদের হাসি-আনন্দের মঞ্চ।.
চোটের সঙ্গে লড়াই করে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় আছেন আনসু ফাতি
নিজের মোবাইলে কী দেখছেন দিনেশ কার্তিক? ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, মেয়েদের ক্রিকেটের পরিসংখ্যান বলছে, সেখানে বেশ কয়েকজন তারকা আছেন, যাঁদের খেলা উপভোগ করা যায়...
তারিক কাজীর গোলে সিলেটে গতকাল সেশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। কালই দেশের জার্সিতে অভিষেক হয়েছে ‘নাইজেরীয়’ বংশোদ্ভূত এলিটা কিংসলির। অধিনায়ক জামাল তাই দারুণ খুশি
সময়টা বিন্দাস কাটছে ২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ইকার ক্যাসিয়াসের
ঋষভ পন্তের বাড়িতে গিয়েছিলেন সুরেশ রায়না, হরভজন সিং ও শ্রীশান্ত। সময়টা দারুণ কাটল আহত পন্তের
পানামার বিপক্ষে ম্যাচ জিতেই গোটা আর্জেন্টাইন দল এভাবেই পার্টি করেছে
জ্যাক ক্যালিস এখন ব্যস্ত গলফে। নতুন গলফ সেটটা কেমন হলো, বলুন দেখি!