চলছে অস্ট্রেলিয়ান ওপেনের জমজমাট লড়াই। বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রতিটি ম্যাচেই দেখা মিলছে বিচিত্র সব মুহূর্তের। সেই মুহূর্তগুলো হয়ে যাচ্ছে ক্যামেরাবন্দী। সেই সব ছবি ও খেলার দুনিয়ার দিনের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উইকেট নেওয়ার পর পাকিস্তানি স্পিনার সাজিদ খানের অভিনব উদ্যাপন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তিনি দীর্ঘদিনের বন্ধু তাঁরা। মাঝখানে বিচ্ছেদের পর এখন আবার খেলছেন একই ক্লাবে। একসঙ্গে নিয়মিত ছবিও পোস্ট করেন তাঁরা। এবার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ছবিটা পোস্ট করেছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজই
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে এভাবেই ক্যামেরাবন্দী হলেন ভারতীয় স্ত্রী ভিনি রমন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের এমা নাভারোর বিপক্ষে এভাবেই দুই পায়ে মধ্য দিয়ে শট খেলেন উনস জাবির। ম্যাচে শেষ অবশ্য শেষ পর্যন্ত জিততে পারেননি জাবির। হেরেছেন ২-১ সেটেঅস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বাছাই ইগা সিওনতেকের কাছে পাত্তাই পাননি ব্রিটিশ তারকা এমা রাদুকানু। উড়ে গেছেন সরাসরি ৬-১, ৬-০ গেমেঅস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে কাজাখস্তানের ইউলিয়া পুতিনসেভাকে হারানোর পর এভাবেই নাচের মুদ্রায় উদ্যাপন করেছেন রাশিয়ার দারিয়া কাসাতকিনাস্ত্রী এলিনা সভিতোলিনাকে জয়ের অভিনন্দন জানাচ্ছেন গায়েল মঁফিস। ইউক্রেনের তারকা কাল চতুর্থ বাছাই জাসমিন পাওলিনিকে ২-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে উঠেছেন অস্ট্রেলিয়া ওপেনের শেষ ষোলোতে। আসলে গতকাল দিনটিই ছিল মঁফিস-সভিতোলিনা পরিবারের জন্য আনন্দের