মরক্কোর রাজধানী রাবাতের রাস্তায় মরক্কো দলকে নিয়ে বাস প্যারেড
মরক্কোর রাজধানী রাবাতের রাস্তায় মরক্কো দলকে নিয়ে বাস প্যারেড

ফটো ফিচার

আনন্দে উন্মাতাল আর্জেন্টিনা, ছাদখোলা বাস মরক্কোতেও

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলকে আজ বিপুল সংবর্ধনা দিয়েছে সে দেশের মানুষ। রাজধানী বুয়েনস এইরেসে লাখ লাখ মানুষ নেচে-গেয়ে, উন্মাতাল আনন্দ-উৎসবে উদ্‌যাপন করেছে বিশ্বকাপ-গৌরব। খোলা ছাদের বাসে চেপে মেসি, দি মারিয়া, রদ্রিগো দি পলরাও জনতার সঙ্গে মেতেছিলেন উৎসবে। মরক্কো বিশ্বকাপ জেতেনি, তবে সেমিফাইনালে উঠেই তাক লাগিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হলেও দেশের মানুষের কাছ থেকে তারা পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ারই সংবর্ধনা। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা আর বিশ্বকাপের ‘বিস্ময়’ মরক্কোর উদ্‌যাপনের নানা দৃশ্যপট নিয়ে সাজানো আজকের এই ফটো ফিচার...
রাবাত বিমানবন্দরে মরক্কো দলের খেলোয়াড়েরা। এবারের বিশ্বকাপের বড় বিস্ময় মরক্কো দেশের মানুষের কাছ থেকে পেয়েছে বিপুল সংবর্ধনা।
রাজধানী রাবাতের রাস্তায় ছাদখোলা বাসে মরক্কো দলের প্যারেড।
লাল টুকটুকে বাসের খোলা ছাদে দাঁড়িয়ে মরক্কোর খেলোয়াড়েরা। রাস্তার দুই ধারে সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিচ্ছেন তাঁরা।
বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠা, এরপর চতুর্থ হওয়াটাই বিস্ময়। দেশের মানুষের কাছ থেকে তাই মরক্কো দল পেয়েছে চ্যাম্পিয়ন হওয়ারই সংবর্ধনা।
বুয়েনস এইরেসে আর্জেন্টিনা দলকে উন্মাতাল সংবর্ধনা দিয়েছে দেশের মানুষ। উঁচু এই পোলের ওপর এই সমর্থক উঠলেন কীভাবে, সেটি এক বড় বিস্ময়।
আর্জেন্টিনা দলের সঙ্গে যেকোনোভাবেই জড়িয়ে থাকেন প্রয়াত কিংবদন্তি।
বুয়েনস এইরেসের ওবেলিসকো স্মৃতিসৌধ ঘিরে লাখো মানুষের ঢল।
খোলা ছাদের বাসে উৎসবে মেতেছেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনার অন্য দুই তারকা—রদ্রিগো দি পল ও লিয়ান্দ্রো পারেদেস।
মেসিই মধ্যমণি। আর্জেন্টাইন ফুটবলাররা মাতলেন আনন্দ-উৎসবে।
রাবাতের রাস্তায় মরক্কোর জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষ। জাতীয় দলের সাফল্যে আনন্দিত রাবাতের সাধারণ নারীরাও।