সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামের মেয়ে ইতি রানীর বাবা মনোজ কুমার মণ্ডল পেশায় ভ্যানচালক। পাশাপাশি ডেকোরেটরের দোকানে শ্রমিকের কাজ করেন। ইতি রানীর জীবনসংগ্রাম তাই অনুমান করাই যায়।
ইতি প্রথম বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ পান গত বছর ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফে। এরপর এ বছরের মার্চে ভারতের জামশেদপুরে সাফ অনূর্ধ্ব-১৮ দলে ডাক পান। সর্বশেষ নেপালে অনুষ্ঠিত সাফেই প্রথম জাতীয় দলে সুযোগ পান।