Thank you for trying Sticky AMP!!

অনলাইনে কেনাকাটা করি না: জ্যাক মা

আলিবাবার উদ্যেক্তা জ্যাক মা

চীনের জনপ্রিয় ই-কমার্স সাইট আলিবাবার নির্মাতা জ্যাক মা অকপটেই স্বীকার করেছেন যে তিনি অনলাইনে কেনাকাটা করেন না।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাগুনা বিচে ওয়াল স্ট্রিট জার্নাল প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেছেন জ্যাক মা। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অনলাইনে কেনাকাটা করি না কিন্তু আমার স্ত্রী বাড়ির জন্য যা কিছু দরকার সব অনলাইনে কেনেন। আমরা অনলাইন থেকে সামুদ্রিক কাঁকড়া থেকে শুরু করে সবকিছুই কেনাকাটা করি।’
অবশ্য অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা না থাকলেও ব্যবসাক্ষেত্রে ব্যাপক আগ্রহী চীনের এই প্রযুক্তি উদ্যোক্তা। সেপ্টেম্বর মাসে আইপিও ছাড়ে তাঁর প্রতিষ্ঠান আলিবাবা। এক সময়ে ইংরেজি বিষয়ের শিক্ষক হিসেবে যে জ্যাক মা ঘণ্টায় মাত্র ২০ ডলার করে আয় করতেন, এখন তিনি চীনের সবচেয়ে ধনী ব্যক্তি।
ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিক জ্যাক মাকে সাক্ষাৎকারের সময় বলেন, ‘আপনি গত তিন মাসে যে পরিমাণ অর্থের মালিক হয়েছেন যা আমাজনের ক্ষেত্রে ২০ বছর লেগেছে।’ এর উত্তরে জ্যাক মা বলেন, ‘তা সত্যিই।’
কিন্তু কীভাবে সম্ভব হলো তা? জ্যাক মা এ প্রসঙ্গে বলেন, ‘আমি সব সময় চিন্তার ক্ষেত্রে এক দশক এগিয়ে থাকতে চাই।’

ভবিষ্যৎ প্রসঙ্গে প্রশ্ন করা হলে জ্যাক মা বলেন, ‘ভবিষ্যতে অ্যাপলের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে।’ আলিবাবার আলিপে ও অ্যাপলের অ্যাপলপে নিয়ে কিছু করা যায় কি না—সে বিষয়টি নিয়ে তিনি অ্যাপলের প্রধান নির্বাহীর সঙ্গে আলোচনা করছেন।
পরবর্তী সময়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও জ্যাক মার সঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন।