Thank you for trying Sticky AMP!!

অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন আনছে নকিয়া

নকিয়া ফোন

নকিয়ার তৈরি ফিচার ফোনেও চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। নকিয়া ব্র্যান্ডের ফোন নির্মাতা ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল অ্যান্ড্রয়েডভিত্তিক ফিচার ফোন তৈরি করছে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগল এ তথ্য জানিয়েছে।

নকিয়ার নতুন ফোনটি দেখতে হবে নকিয়া ২২০ মডেলের মতো। এতে ডি-প্যাড, টি৯ কি–বোর্ড ও ফিচার ফোনের অন্যান্য সুবিধা থাকবে। নতুন ফোনটিতে গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধা পাওয়া যাবে। কণ্ঠস্বর ফাংশন ব্যবহারের নানা সুবিধাও থাকবে এতে। এ ছাড়া এতে ইউটিউব, ক্রোম ব্রাউজার ও ক্যামেরার মতো সুবিধা থাকবে।

গুগল বর্তমানে স্বল্প কনফিগারেশনের ডিভাইসের জন্য মোবাইল অপারেটিং সিস্টেমের অ্যান্ড্রয়েড গো সংস্করণ চালু করেছে। এক জিবি র‍্যাম বা তার চেয়েও কম র‍্যামের ফোনে এই ওএস সমর্থন করে। গুগল এখন ফিচার ফোনের বাজারেও ঢোকার পরিকল্পনা করছে।

এইচএমডি গ্লোবাল বর্তমানে কাইওএসভিত্তিক ফোন নকিয়া ৮১১০ ফোরজি ব্যানানা বিক্রি করছে। এখন অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন ফিচার ফোন আনে কি না, সেটাই দেখার বিষয়।